রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

suicideনিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩ জানুয়ারী৷৷ রেলে টাকা পড়ে এক অজ্ঞাত ব্যাক্তির মৃত্যুকে ঘিরে চুরাইবাড়ী এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়৷ ঘড়িতে সকাল ঠিক ৬টা৷ প্রতিদিনের মতো আজও মাঝ সকালে ধর্মনগর স্টেশন থেকে শিলচরের উদ্যোশে রওনা হয়৷ চুরাইবাড়ী স্টেশন পেরিয়ে ত্রিপুরা আসামের ১০ নং গেইটের ৬৩নং সেতুর উপর  উঠতেই ঘটে বিপত্তি৷ ট্রেনটি যখন সেতুটি অতিক্রম করে তখন রেল লাইনের উপর দ্বিঘন্ডিত একটি অজ্ঞাত পরিচিত মৃতদেহ পড়ে থাকতে দেখেন প্রাতঃভ্রমনকারীরা৷ সঙ্গে সঙ্গে ট্রেনটি দাড় করান প্রাতঃভ্রমনকারীরা৷ প্রায় দুঘন্টা দাড়িয়ে থাকার ফলে আসাম-চুরাইবাড়ী থানার পুলিশ ৩ চুরাইবাড়ী থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে৷ অবশ্য খবর লেখা পর্যন্ত মৃতদেহটি সনাক্ত করা যায়নি৷ হাসপাতালের মর্গে রাখা হয়েছে মৃতদেহটি৷ তাতে আসাম ত্রিপুরা সীমান্ত এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *