BRAKING NEWS

সপায় রফা, সর্বভারতীয় সভাপতি হিসেবে অখিলেশকেই মেনে নিচ্ছেন মুলায়ম

akhilesh-mulayamলখনউ, ৩ জানুয়ারি (হি.স.): সমাজবাদী পার্টির সর্বভারতীয় সভাপতি হিসেবে ছেলে অখিলেশ সিং যাদবকেই মেনে নিচ্ছেন বাবা মুলায়ম সিং যাদব। দু’দল আর নির্বাচন কমিশনে দরবার করবে না। আলাদা প্রতীকের দাবি জানাবে না।মঙ্গলবার পিতা–পুত্রের তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে । পিতা–পুত্রের বৈঠকের পর সপার শীর্ষ নেতাদের কোন্দলের অবসানের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে কিছু বিষয়ে জটিলতা রয়েই গিয়েছে।
গত কয়েকমাস ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছে। পরতে পরতে চিত্রনাট্যের রঙ বদলাচ্ছে।এদিন সকালে ফোনে ছেলে অখিলেশের সঙ্গে কথা বলেন মুলায়ম। তার পরেই চার্টার্ড বিমান ধরে দিল্লি থেকে লখনউ ফিরলেন মুলায়ম সিং যাদব। দুপুরবেলা তাঁর বাড়িতে গেলেন ছেলে অখিলেশ। সেখানে বাবা–ছেলের বৈঠক শুরু। এদিনের রুদ্ধদ্বার বৈঠক থেকে কয়েকটি সমাধানসূত্র বেরিয়ে এসেছে।তবে কিছু বিষয়ে জটিলতা রয়েই গিয়েছে।
প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে থাকবে মুলায়মের নাম। দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে অখিলেশকেই মেনে নিচ্ছেন মুলায়ম। নতুন রাজ্য সভাপতি হিসেবে নরেশ উত্তমকেও মেনে নিচ্ছেন মুলায়ম। দু’দল আর নির্বাচন কমিশনে দরবার করবে না। আলাদা প্রতীকের দাবি জানাবে না। আলাদা প্রার্থী দেওয়াও হবে না। এক সঙ্গেই লড়াই হবে। টিকিট বন্টনের ব্যাপারে অখিলেশ আর মুলায়মের মধ্যে আলোচনা হবে। সেখানে শিবপাল যাদবের কোনও ভূমিকা থাকবে না।
তবে শিবপাল যাদবের ব্যাপারে জটিলতা রয়ে গিয়েছে। অখিলেশ চাইছেন, তাঁকে অপ্রাসঙ্গিক করতে। কিন্তু সায় নেই মুলায়মের। শিবপাল রাজ্য রাজনীতিতেই থাকবেন নাকি জাতীয় রাজনীতিতে, তা নিয়ে আলোচনা চলছে। সূত্রের খবর, অমর সিং, কিরণময় নন্দদের ভূমিকা কী হবে, তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, সমাজবাদী পার্টির রাশ কার হাতে থাকবে, সেই নিয়ে বাবা–ছেলের ঝামেলা শুরু। বাবাকে সরিয়ে সংখ্যাগরিষ্ঠ সাংসদ, বিধায়কদের সমর্থনে ইতিমধ্যেই দলের সভাপতি হয়ে বসেছেন অখিলেশ। মুলায়ম যদিও সেই নিয়োগকে অবৈধ ঘোষণা করেছেন। এবার সপা–র প্রতীক সাইকেল নিয়ে কাড়াকাড়ি দুজনের। সোমবার নির্বাচন কমিশনের দফতরে গিয়ে সাইকেল প্রতীকের দাবি জানিয়ে এসেছেন মুলায়ম, অমর সিং, শিবপালরা। একই দাবি জানান অখিলেশপন্থী রামগোপাল যাদব। জানালেন, ৯০ শতাংশ সপা বিধায়ক অখিলেশের পাশে। তাই তাঁর নেতৃত্বাধীন সপা–কেই আসল বলে গণ্য করা হোক। খবর, সাইকেলের বিকল্প হিসেবে মোটরবাইক প্রতীকের কথাও ভাবছে অখিলেশ শিবির। এদিকে কিরণময় নন্দ নিজের বহিষ্কারের চিঠিতে মুলায়মের সই নিয়ে সন্দেহ প্রকাশ করলেন। ১ জানুয়ারি তাঁকে সপা থেকে বহিষ্কার করেন মুলায়ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *