BRAKING NEWS

বিসিসিআইয়ের অন্তর্বতীকালীন সভাপতির দায়িত্বে সৌরভ, আশায় ক্রীড়ামহল

saurav-gangulyনয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.) : সুপ্রিম রায়ে বিসিসিআই সভাপতির পদ হারালেন অনুরাগ ঠাকুর| পাশাপাশি বোর্ডসচিব অজয় শিরকেকেও সরিয়ে দেওয়া হয়েছে| দেশের সর্বোচ্চ আদালতের রায়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে ঠাকুর জমানার শেষ হতেই সৌরভ জমানার শুরু আশায় ক্রীড়ামহল| বাংলার মহারাজ দু’সপ্তাহে মধ্যেই বিসিসিআই অন্তর্বতীকালীন সভাপতির দায়িত্ব নিতে পারেন বদে জানা গিয়েছে| লোধা কমিটির রায় না মানায় সোমবার বিসিসিআইয়ের দুই কর্তা প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে অপসারিত করে সুপ্রিম কোর্ট| আগামী দু’সপ্তাহের মধ্যে পর‌্যবেক্ষক নিয়োগ করবে সুপ্রিম কোর্ট| এ সময় পর‌্যন্ত বোর্ডের কাজ পরিচালনা করবেন দুই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট| এছাড়াও বোর্ড ও তার অধীনস্ত সংস্থাগুলোকে মেনে চলতে হবে লোধা কমিটির সুপারিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *