BRAKING NEWS

পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি ৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

agni-ivভুবনেশ্বর, ২ জানুয়ারি (হি.স.) : পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি ৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন হল| সোমবার ওড়িশার বালেশ্বরে ড. আব্দুল কালাম দ্বীপ (হুইলার) থেকে ৪ হাজার কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণান্ত্রের পরীক্ষা করা হয়|
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র পক্ষ থেকে বলা হয় আজ বেলা ১১.৫৫ মিনিটেসফলভাবে এই ক্ষেপনাস্ত্র পরীক্ষা করা হয়েছে | এই নিয় ষষ্ঠবার দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি ৪ক্ষেপনাস্ত্র পরীক্ষামূলকভাবে পরীক্ষা করা হয়েছে | শেষবার ২০১৫ সালের ৯ নভেম্বর ভারতীয় সেনাবাহিনীর স্ট্র‌্যোটেজিক ফোর্স কমান্ডের নেতৃত্ব পরীক্ষা হয়েছিল| সেই পরীক্ষাও সফল হয়েছিল| আজকেরটিও সফল হল|
ডিআরডিওর পক্ষ থেকে বলা হয়েছে, অগ্নি ৪ এ থাকছে দু ধাপের অস্ত্র ক্ষেপণ ব্যবস্থা| ২০ মিটার লম্বা অগ্নি ৪এর ওজন ১৭ টন| এই ক্ষেপণাস্ত্রে থাকছে পঞ্চম প্রজন্মের কম্পিটার প্রযুক্তি| তাছাড়া ক্ষেপণের পর কোনও সমস্যা থাকলে নিজে থেকেই ঠিক করার ক্ষমতা রাখে অগ্নি ৪| ইতিমধ্যে অগ্নি ১, ২, ৩ এবং পৃথ্বীকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে| এরফলে ৩ হাজার কিলোমিটার পাল্লার সব লক্ষ্যবস্তু দিল্লির আওতায় এসেছে| এবার ৪হাজার কিলোমিটারেও আঘাত হানতে সক্ষম ভারত|
গত সপ্তাহে ৫ হাজার কিলোমিটার পাল্লার অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়েছিল| এরপরই চিন অভিযোগ করে উপমহাদেশে অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে চাইছে ভারত| যা নিয়ে দিল্লির প্রতিক্রিয়া, কোনও নির্দিষ্ট দেশের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র প্রয়োগ করা হবে না| তাছাড়া আন্তর্জাতিক সমস্ত নিয়ম মানবে দিল্লি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *