BRAKING NEWS

পৃথক বোড়োল্যান্ড : ৯ জানুয়ারি সাত জেলায় জাতীয় সড়ক অবরোধ

assam-mapগুয়াহাটি, ০১ জানুয়ারি, (হি.স.) : পৃথক বোড়োল্যান্ড রাজ্যের দাবির পাশাপাশি প্রস্তাবিত বোড়োল্যান্ডের বাইরে বসবাসসকারী বোড়োদের রাজনৈতিক অধিকারের দাবিতে আগামী ৯ জানুয়ারি সকাল পাঁচটা থেকে কোকরাঝাড়, বাকসা, ওদালগুড়ি, শোণিতপুর, ধেমাজি, মরিগাঁও এবং গোয়ালপাড়া জেলায় ২৪ ঘণ্টার জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে নিখিল বোড়ো ছাত্র সংস্থা (আবসু), এনডিএফবি (প্রগতিশীল) এবং পিপলস জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বোড়োল্যান্ড মুভমেন্ট (পিজেএসিবিএম)।
এক যৌথ বিবৃতির মাধ্যমে এই খবর জানিয়েছেন আবসু সভাপতি প্রমোদ বোড়ো, এনডিএফবি (প্রগতিশীল)-এর সাধারণ সম্পাদক বি সৌমখউর এবং পিজেএসিবিএম-এর মুখ্য আহ্বায়ক রাকেশ বোড়ো। তবে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ৯ জানুয়ারি আহূত ২৪ ঘণ্টার জাতীয় সড়ক অবরোধ থেকে সামরিক, সংবাদ মাধ্যম, স্বাস্থ্য বিভাগ, দুগ্ধ পরিবাহী গাড়ির পাশাপাশি বিয়ে, শিক্ষা-ভ্রমণকারীদের গাড়ি-সহ জরুরি পরিষেবার গাড়িকে মুক্ত রাখা হবে। তাঁরা জানান, তাঁদের যৌথ অবিরাম আন্দোলনের পরও সরকার বোড়োদের উল্লিখিত দাবি পূরণে এখন পর্ষন্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি। তাই ফের এই তিন সংগঠন ধারা আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছে।
২৪ ঘণ্টার জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিই শেষ নয়, এর পর তাঁরা আগামী ২৪ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টার রেল-রোকো, এপ্রিলে জেল-ভরো এবং মে মাসে রাজ্য সরকারের সঙ্গে অসহযোগ আন্দোলনের কর্মসূচিও পালন করবেন বলে যৌথ বিবৃতিতে জানিয়েছেন নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *