BRAKING NEWS

বর্ধিত হারে কেরোসিন মিলবে রেশনে

keroseneনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ এতদ্বারা রাজ্যের গণবন্টনের আওতাধীন সকল রেশনকার্ডধারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কেন্দ্রীয় সরকার কর্তৃক রাজ্যের গণবন্টনের জন্য কেরোসিনের মাসিক বরাদ্দ গত অক্টোবর, ২০১৬ ইং মাস থেকে ১৮৩৬ কিলোমিটার থেকে ২৭৮৫ কিলোমিটার পুনঃনির্ধারণ করার পরিপ্রেক্ষিতে, বর্তমান মাস থেকে গণবন্টন ব্যবস্থায় কেরোসিনের মাথাপিছু মাসিক বরাদ্দ নিম্নলিখিত বর্ধিত হারে পুনঃ নির্ধারণ করা হয়েছে৷ উক্ত বরাদ্দকৃত তেল রেশনকার্ডধারীগণ আগামী ডিসেম্বর মাসের ১০ তারিখ পর্যন্ত সময়সীমার মধ্যে স্ব-স্ব রেশন দোকান থেকে সংগ্রহ করতে পারবেন৷ এই সম্পর্কে সংশ্লিষ্ট মহকুমা শাসকগণকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে৷ এই বরাদ্দ হবে নিম্নরূপ ঃ আগরতলা পুরনিগম এলাকার ক্ষেত্রে মাসিক বরাদ্দ -এ পি এল কার্ডধারী মাথাপিছু ৫০০ মিলিলিটার হিসাবে, প্রায়োরিটি গ্রুপ মাথাপিছু ৮০০ মিলিলিটার হিসাবে এবং রাজ্যের অন্যান্য এলাকার সকল রেশনকার্ডধারীগণ মাথাপিছু ৮০০ মিলিলিটার হিসাবে৷ খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *