BRAKING NEWS

ক্যাশলেস অর্থনীতি নিয়ে গঠিত কমিটিতে থাকতে চাই না, কেন্দ্রকে জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ ক্যাশলেস বা নগদহীন অর্থনীতির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যের

মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি - তথ্য দপ্তর৷
মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি – তথ্য দপ্তর৷

মুখ্যমন্ত্রীদের নিয়ে কমিটি গঠন করেছে৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে গঠিত এই কমিটিতে কেন্দ্র ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল৷ কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এই কমিটিতে থাকতে চান না৷ মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, তাঁকে কমিটিতে রাখা হয়েছে নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি গতকাল ফোন করেছিলেন৷ ফোনে তাঁকে কমিটির কার্যপদ্ধতি সম্পর্কে এবং নগদহীন অর্থনীতির বিষয়ে বিস্তারিত জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী আজ বলেন, অনেক ভাবনাচিন্তা করে দেখা গেছে, নোট বাতিলের সিদ্ধান্তের জেরে যে নীতিতে আমরা অবস্থান করছি কেন্দ্রের এই কমিটিতে যোগ দিলে জনমনে নীতির প্রশ্ণে ধোঁয়াশা দেখা দেবে৷ এজন্যই তিনি ঐ কমিটিতে যোগ দিতে চান না বলে কেন্দ্রকে তাঁর মত জানিয়ে দিয়েছেন৷
মুখ্যমন্ত্রী এদিন বলেন, নোট বাতিলের জেরে দেশে ভয়ানক পরিস্থিতি দেখা দিয়েছে৷ এর প্রতিবাদে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাাপাশি বামেরাও প্রতিবাদী হয়ে উঠেছে৷ এরই মধ্যে কেন্দ্রীয় সরকার চাইছে গোটা দেশে নগদহীন লেনদেন চালু করতে৷ তাতে মুখ্যমন্ত্রীর প্রশ্ণ, দেশের সর্বত্র ব্যাঙ্ক পৌঁছায়নি৷ সেই জায়গায় নগদহীন অর্থনীতির যৌক্তিকতা নিয়েও প্রশ্ণ রয়েছে৷ তিনি বলেন, গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁকে ফোনে নগদহীন লেনদেনের বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে জানিয়েছেন৷ পাশাপাশি এর জন্য গঠিত কমিটির কার্যপদ্ধতি সম্পর্কেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রীকে অবগত করেছেন৷
সূত্রের খবর, নগদহীন লেনদেনের বিষয়ে গঠিত কমিটি মূলত এই পদ্ধতি সার্বজনীন করে তোলার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং নোট বাতিলের জেরে বর্তমান পরিস্থিতির নিরিখে পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত সে বিষয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা সুপারিশ করবেন৷ এই সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার পরবর্তী উদ্যোগ গ্রহণ করবে৷ জানা গেছে, এই কমিটিতে অন্যান্যদের মধ্যে রাখা হয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, পুডুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তবে, কমিটির সদস্যদের নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷ তাঁদের বিষয়ে ঐকমত্য হলেই আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হবে৷ অবশ্য সূত্র অনুসারে জানা গেছে, আগামী ২ ডিসেম্বর এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *