BRAKING NEWS

কমলাসাগরে রাস্তা সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ

scamনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৮ নভেম্বর৷৷ নিম্নমানের কাজের ফলে আদর্শ কলোনির রাস্তাটি বেহাল অবস্থায়৷ খবর সূত্রে জানা যায় দীর্ঘ ৩ কিলোমিটার রাস্তাটি পিচের প্রলেপ উঠে গিয়ে বড় বড় গর্ত হয়ে যায়৷ যার ফলে এই এলাকার জনগণের চলাচলও যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে৷  রাস্তাটি কমলাসাগর বিধানসভারস্থিত আনন্দ চৌমুহনী হয়ে আদর্শ কলোনি পর্যন্ত ৩ কিলোমিটার৷ গত দুই বছর হয়েছে এই তিন কিলোমিটার রাস্তাটি নতুন সংস্কার করা হয়েছে৷ কিন্তু রাস্তাটি যখনই নতুন পিচের প্রলেপ দেওয়া হয়েছে তখনই এলাকাবাসী গুণগতমানের কাজ করা হচ্ছে  না বলে দাবি করেছিল৷ তার মধ্য দিয়ে এই রাস্তাটি কাজ করা হয়৷ বর্তমানে রাস্তাটি এখন ইটের সুকরিগুলি উঠে গিয়ে গর্তে পরিণত হয়৷ যার ফলে গাড়ি চালকদের এই রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে যায়৷ এই রাস্তাটি দিয়ে ৭০টি পরিবারের লোকজন যাতায়াত করতে হয়৷ রাজ্যের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি জরুরি রাস্তা৷ কিন্তু বর্তমান চলিত সরকার রাস্তার জন্য বড় বড় প্রকল্প হাতে নিয়ে কাজ করছে৷ গ্রামে গঞ্জেও দেখা যায় ইট ও পিচের  রাস্তাগুলি৷ কিন্তু দেখা যায় কিছু ভোগবাদী কিছু নেতার কারণে কিছু কিছু গ্রামে রাস্তাঘাটের সমস্যা সৃষ্টি হয়ে আছে৷ এসব সমস্যাগুলি নিয়ে যখন পঞ্চায়েতে জানানো হয় তখন পঞ্চায়েত নীরব ভূমিকা পালন করে যাচ্ছে৷ ঠিক সে রকম হল আদর্শ কলোনির রাস্তার বিষয়টা৷ রাস্তাটির  বিষয়ে পাথালিয়াদ্বার পঞ্চায়েত সচিব ও পঞ্চায়েত প্রধান সবিতা সরকারের কাছে বিষয়টি নিয়ে আলোচনা করা হলে পঞ্চায়েত সচিব ও প্রধান নীরব ভূমিকা পালন করে৷ পূর্ত দপ্তর ও এই রাস্তাটির  বিষয়ে কোনো রকম হেলদোল নেই৷ এলাকায় জনগণের দাবি রাস্তাটি যেন দ্রুত মেরামত করা হয়৷ তা না হলে আগামীদিনে তারা আরো বড় রকমের আন্দোলনের ভূমিকা নেবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *