BRAKING NEWS

ক্যাশলেস অর্থনীতির পক্ষে জোর সওয়াল করলেন পার্রীকর

manohar-parikarপানাজি, ২৮ নভেম্বর (হি.স.) : নগদ সমস্যা সমাধানে ক্যাশলেস অর্থনীতি তৈরির উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার | কেন্দ্রর ক্যাশলেস অর্থনীতির ভাবনার পক্ষে জোর সওয়াল করলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর| তিনি বলেন, ক্যাশলেস-এর জন্য যে অ্যাপ ব্যবহার করা হয়, তা কোনও আট বা ১০ বছরের বাচ্চাও শিখে নিয়ে বড়দের শিখিয়ে দিতে পারবে|
পর্রীকর জানিয়েছেন তাঁদের লক্ষ্য আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে গোয়াকে সম্পূর্ণ ক্যাশলেস অর্থনীতিতে পরিণত করা| যদিও এইমুহূর্তে হয়তো একেবারে নগদশূন্য করা সম্ভব হবে না অর্থনীতি, তবে লেস ক্যাশ সমাজতো গঠন করা যেতেই পারে, দাবি পর্রীকরের| প্রসঙ্গত, ক্যাশলেস লেনদেন নিশ্চিত করতে কেন্দ্র ইউপিআই অ্যাপ নামের এক অ্যাপ বাজারে এনেছে| মোবাইলে থাকবে এই অ্যাপ, এরসাহায্যে ছোট লেনদেনও অনায়সে করা যাবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *