নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৫ নভেম্বর৷৷ কমলাসাগরের কৈইয়াঢেপাস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাথমিক প্রাণী চিকিৎসা কেন্দ্রটি নিয়মিতভাবে খোলা হচ্ছে না৷ এই নিয়ে কৈইয়াঢেপা এলাকার প্রাণীপালকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরে প্রাণী চিকিৎসাকেন্দ্রটি নিয়মিত খোলা হচ্ছেন৷ অভিযোগ উঠল এলাকাবাসীর তরফ থেকে৷ জানা গিয়েছে, প্রাণী চিকিৎসক ভজন দেবনাথ দীর্ঘ কয়েক মাস ধরে চিকিৎসা কেন্দ্রে আসেন না৷ ওনার ইচ্ছা মত অফিস কমাই করে চলেছেন৷ এলাকাবাসীর অভিযোগ তাদের প্রাণী চিকিৎসার জন্য নিয়ে আসতে হয় এই প্রাণী চিকিৎসা কেন্দ্রে৷ এই কেন্দ্রে নিয়ে এসে তারা চিকিৎসার সুযোগ পাচ্ছেন না৷ অনেক দূর থেকে এসে তাদরে নিত্যদিন হয়রানির শিকার হতে হচ্ছে৷ এই বিষয়ে কৈইয়াঢেপা পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা নীরব দর্শকের ভূমিকায়৷ তাতে জনমনে ক্ষোভ আরও বাড়ছে৷
2016-11-26

