BRAKING NEWS

পণ্ড সংসদের কাজ, বিজেপি সাংসদদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

Parliament-of-Indiaনয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): শীতকালীন অধিবেশন শুরু হয়েছে গত ১৬ তারিখ| বিরোধীদের হই হট্টগোলের কারণে অধিবেশনের প্রথম দিন থেকেই তপ্ত সংসদ| পণ্ড হয়েছে সংসদের কাজ| এমতাবস্থায় মঙ্গলবার সকালে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| আবেগি ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের গরীবদের স্বার্থেই পঁচশো এবং হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে| কালো টাকার রমরমা রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে| তাছাড়া দুর্নীতি, অর্থ তছরুপের মত ঘটনা তো রয়েছেই| এই নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তার মোকাবিলা করতে হবে|
শীতকালীন অধিবেশন শুরুর পর মঙ্গলবারও স্বাভাবিক কাজ হয়নি সংসদে| মঙ্গলবার সকালেই কংগ্রেসের নেতৃত্বে ১১টি দল নোট বাতিল নিয়ে সংসদে রণকৌশল ঠিক করতে বৈঠকে বসেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *