BRAKING NEWS

আজ আগরতলা থেকে যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ সপ্তমীতে রেলে চেপে কলকাতা যাত্রার স্বপ্ণ সফল হতে চলেছে রাজ্যবাসীর৷ RAIL TRIPURAকাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে৷ একদিনের মধ্যেই সমস্ত টিকিট বিক্রিও হয়ে গেছে৷ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় আগরতলা-কলকাতা সরাসরি রেল পরিষেবা৷ শুক্রবার টিকিটিং শুরু হয়৷ রেল সূত্রের দাবি, এদিন দুপুরের মধ্যেই সমস্ত রিজার্ভেশন কামরার টিকিট বিক্রি হয়ে গেছে৷ মাত্র ৬০০ টাকা খরচ করে রাজ্যবাসী এখন রেলে বসে কলকাতায় যেতে পারবেন৷ এই ট্রেনে রাজ্যবাসীর জন্য সর্বোচ্চ ভাড়া ১৬৫০ টাকা৷ কারণ, আপাতত রাজ্যের যাত্রীর জন্য এই ট্রেনে বরাদ্দ রয়েছে একটি স্লিপার কামরা ও একটি বাতানুকুল থ্রি টায়ার কামরা৷
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ৩৮ ঘন্টায় পৌঁছানো যাবে কলকাতায়৷ শিয়ালদহ স্টেশনে রাত ৭টা ২৫ মিনিটে পৌঁছবে ট্রেনটি৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের দাবি, নির্দিষ্ট সময়েই এই ট্রেন গন্তব্যস্থলে পৌঁছাবে৷ আগরতলা স্টেশন থেকে যাত্রা শুরু করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহের মাঝে মোট ৩৮ টি স্টেশনে দাঁড়াবে৷ আগরতলা থেকে শুরু করে ট্রেনটির প্রথম বাণিজ্যিক স্টপেজ আমবাসা৷ ত্রিপুরায় আমবাসা ছাড়া বাণিজ্যিক স্টপেজ রয়েছে কেবলমাত্র ধর্মনগরে৷
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে সপ্তাহে দুদিন চলবে৷ শনি ও মঙ্গলবার ট্রেনটি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে৷ অনুরূপ ভাবে রবি ও বুধবার শিয়ালদহ থেকে ট্রেনটি আগরতলার উদ্দেশ্যে রওনা দেবে৷ এদিন আগরতলা স্টেশনে টিকিট ক্রয় করতে আসা জনৈক যাত্রী জানিয়েছেন, দীর্ঘদিনের স্বপ্ণ পূরণ হতে চলেছে৷ এতদিন বিমানে করে কলকাতায় যেতে হত৷ বিমান ভাড়া অত্যধিক বেড়ে গেলে সড়ক পথে গুয়াহাটি হয়ে কলকাতা যাওয়া সম্ভব হত৷ এখন আগরতলা থেকে সরাসরি ট্রেনে করে কলকাতায় যাওয়া যাবে৷ নিশ্চিতভাবে ভাড়ার ক্ষেত্রে অনেক অর্থের সাশ্রয় হবে৷ পাশাপাশি তিনি আরো বলেন, সপ্তাহে দুদিনের বদলে প্রতিদিন কলকাতার জন্য রেল পরিষেবা শুরু হওয়া খুবই জরুরি৷
এবিষয়ে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জনৈক কর্তা জানিয়েছেন, বাণিজ্যিক বিষয়টি বিবেচনা করে আগামীদিনে সপ্তাহের প্রতিদিন আগরতলা-কলকাতা রুটে রেল চালানোর বিষয়টি ভাববে রেল বোর্ড৷ যদি দেখা যায় এই রুটে যাত্রী সংখ্যা প্রচুর তখন রেল বোর্ড সপ্তাহে প্রতিদিন ট্রেন চালানোর বিষয়ে আপত্তি করবে না৷ কিন্তু সেটা এখন সময়সাপেক্ষ বলে মন্তব্য করেন ঐ কর্তা৷ আগরতলা স্টেশনের জনৈক রেল আধিকারিক বলেন, শনিবার আগরতলা-কলকাতা ট্রেনে মারাত্মক ভিড় হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *