BRAKING NEWS

বন্ধই হয়ে যাচ্ছে হিন্দুস্থান কেবলস, কেন্দ্রীয় মন্ত্রীসভায় সিদ্ধান্ত

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): শেষ পর‌্যন্ত বন্ধই হয়ে যাচ্ছে হিন্দুস্থান কেবলস লিমিটেড| ৱুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভায় এই সিন্ধান্ত babul_supriyo_swearing_in_ceremony_pti_650x487নেওয়া হয়েছে| টুইটারে এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাৱুল সুপ্রিয়| ২০০৭-এর বেতনক্রমে কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে|
কেন্দ্রীয় মন্ত্রী বাৱুল সুপ্রিয় টুইট করে জানিয়েছেন, কর্মীদের ২০০৭-এর পে স্কেল অনুসারে প্যাকেজ দেওয়া হবে| ২০০৪ সাল থেকেই রূপনারায়ণপুরের হিন্দুস্থান কেবলস লিমিটেড কারখানায় উত্পাদন বন্ধ ছিল| দেশজুড়ে হিন্দুস্থান কেবলস লিমিটেডের চারটি ইউনিটে কাজ করতেন মোট ১১০০ জন কর্মী| এর মধ্যে ৬০০ জনই রূপনারায়ণপুরে কাজ করতেন| বিগত ১৭ মাস তাঁরা বেতন পাননি| হিন্দুস্থান কেবলস লিমিটেড বন্ধ হচ্ছে, এই খবরে হতাশ আসানসোল শিল্পাঞ্চল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *