তোমার ভল্টের নাম প্রদুনোভা নয়, কর্মকার ভল্ট হওয়া উচিত: দীপায় মুগ্ধ বাইলস

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.) : তোমার ভল্টের নাম প্রদুনোভা নয়, কর্মকার ভল্ট হওয়া উচিত| জিমন্যােস্ট ইতিহাস গড়া

দীপা কর্মকার
দীপা কর্মকার

ভারতীয় দীপা কর্মকারকে একথা বলেছিলেন রিও অলিম্পিকে চারটি সোনা ও একটি ব্রোঞ্জ জয়ী আমেরিকান জিমন্যাস্ট সাইমন বাইলস | প্রথমবার অলিম্পিকের মূল পর্বে যোগ্যতা অর্জন করে রিওতে নিজের প্রতিযোগিতায় চার নম্বরে শেষ করেন দীপা | অল্পের জন্য হাতছাড়া হয়েছে পদক| আক্ষেপ থাকলেও মানুষের মন জয় করে নিয়েছেন দীপা| দীপার ডেডিকেশনে মুগ্ধ বাইলসও|
এক সাক্ষাত্কারে দীপা বলেন, সাইমন বাইলস চ্যাম্পিয়ন| রিওতে ওর সঙ্গে দেখা হয়েছিল| ওর কোনও তুলনা হয়| ওর মতো আর কেউ হতেও পারবে না| একবার বাইলস আমায় বলে, আমার ভল্টকে কর্মকার ভল্ট বলা উচিত, প্রদুনোভা নয়| শুনে আমার খুব ভালো লেগেছিল| নিজেকে বলেছিলাম, অনেক পরিশ্রম করব| একদিন আমার নামেও হয়ত কোনও ভল্টের নাম হবে|
পদক না জিতলেও মাত্র ২৩ বছর বয়সে ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকারের বিশ্বজোড়া পরিচিতি এসেছে তাঁর বিখ্যাত ভল্ট, প্রদুনোভার জন্য | রাশিয়ান অ্যাথলিট ইলেনা প্রদুনোভা প্রথম এমন ভল্ট দেন| এখনও পর‌্যন্ত বিশ্বের পাঁচজন অ্যাথলিট এমন ভল্ট দিয়েছেন| তাঁর মধ্যে একজন দীপা| ওই ভল্টের জন্য দীপা মনজয় করেছেন আমেরিকান অ্যাথলিট সাইমন বাইলসেরও| দীপার ডেডিকেশনের মুগ্ধ হয়েই ওকথা বলেছিলেন বাইলস|