অস্তিত্বের জানান দিতে গিয়ে বিশালগড়ে কংগ্রেসের করুণ দশা দেখলেন প্রবীণরা

Bishalgarhনিজস্ব প্রতিনিদি, চড়িলাম, ২ আগস্ট ৷৷ ভারতের জাতীয় কংগ্রেসের ইতিহাস থাকলেও আজ তা নষ্ঠ হয়ে যাচ্ছে৷ কিন্তু সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী বিল্পবীদের কোন ধারাবাহিক ইতিহাস নেই৷ তাই নবভারত গঠনে এই ধারাটির অবদান অনেকের কাছে হয়তো সুস্পষ্ঠ নয়৷ দীর্ঘদিন পর বিশালগড় বাজারে দেখাগেল কংগ্রেসের মিছিল৷ আজ কংগ্রেসদল তাদের অস্তিত্বের জানান দিলো৷ বিশালগড় ব্লক কংগ্রেস বিকাল ৫টায় প্রাক্তন মন্ত্রী মতিলাল সাহার বাসভবনের নিকট থেকে ৭০ থেকে ৮০ জনের ত্রশটি মিছিল বের করেন৷ মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন মতিলাল সাহা৷ নিখিল চক্রবর্তী ও জয়দুল হুসেন৷ বিশালগড়ের কংগ্রেসের অভিভাবক হিসাবে পরিচিত কর্মীরা বমনের দুই সঙ্গী নিখিল বাবু ও জয়দুল বাবু দীর্ঘসময় ধরেই দুই শিবিরে বিভক্ত ছিলেন৷ রীতিমতো নিখিল বাবুকে অনেক আগে থেকেই কংগ্রেসদল দূরে সরিয়ে রেখেছিল৷ জয়দুল ও নিখিলের ব্যবহারে কংগ্রেসের প্রতি রীতিশ্রদ্ধ হয়ে পড়েন সাধারন মানুষ৷ কিন্তু ঘটনার মোড় নেয় সমীর বমনের তৃণমূল প্রীতিতে৷ বাম- মহিসের লড়াই থামিয়ে হঠাৎ করে মিছিল জয়দুল একসঙ্গে এসে মতিবাবুর সঙ্গে সামিল হয়৷ যদিও গত দুইটি সভায় কংগ্রেস দল ত্যাগ করে বিশালগড়ে মোট ১৯৪৫ জন কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে৷ কিন্তু আশ্চর্য্যের বিষয় হলো আজকের কংগ্রেসের মিছিলে সাধারন কর্মীর তেমন দেখা না মেললেও কয়েকজন প্রবীন ও প্রথম সারির নেতার দেখা গেল৷ যুব কংগ্রেসে সভাপতি সুমন দেবনাথ ও পিসিসি সদস্য নিখিল চক্রবর্তী কে৷ তবে আজকের মিছিলের কর্মীর সংখ্যা  রেকর্ড সংখ্যাক কম হলেও হতাশ হয়ে পড়েন প্রকৃত বামবিরোধী ভোটাররা৷ কারন একসময় বিশালগড় কংগ্রেসের যোগ বলে পরিচিত ছিল৷ কালক্রমে আজ বিরোধীরা বিভক্ত হতে হতে হাতেগুনা ৭০-৮০ জন প্রতিনিধি নিয়ে মিছিল করতে হচ্ছে কংগ্রেসদল৷ রাজনৈতিক বিদদের অভিমত তৃণমূল কংগ্রেস বিশালগড়ে গত কিছুদিন ধরে আলোড়ন কায়েম করলেও কংগ্রেস আজকের মিছিলে হতাশ হয়ে পড়ে নীরব বাম বিরোধী ভোটারগন৷ অনৈক্যের অভিমত, আগামী ৯ই আগষ্টের পর মাঠে নামবে সমীর বমন এরই ইঙ্গিত পাওয়া গেল৷