ব্যক্তিগত শত্রুতার জেরে গলা কেটে আড়াইশ মোরগ জবাই

Murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ ব্যক্তিগত শত্রুতার জেরে  প্রায় আড়াইশ ব্রয়লার মোরগ ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুসৃকতিরা৷ শনিবার ভোরে ঘটনাটি ঘটে উদয়পুর মহকুমার মহারাণী হীরাপুর এলাকায়এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে৷ হীরাপুর চার নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ীর হাসেম মিয়ার ব্রয়লার ফার্মের আড়াইশ ব্রয়লার মোরগ এলোপাথারি কুপিয়ে হত্যার ঘটনায় গোটা এলাকায় চঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ প্রসঙ্গত, শনিবার ভোর চারটায় হাসেম মিয়ার ছেলে আবাইদুল ইসলাম তার মারুতী ভ্যানে গ্যাস ভর্ত্তি করার জন্য ব্রহ্মাবাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন৷ তাদের বসত ঘর থেকে ফার্মের দূরত্ব প্রায় ১৫০ মিটার হবে৷ ফার্মের কাছে আসতেই দেখেন ফার্মের দরজা খোলা৷ প্রথমে আবাইদুল ভেবেছিলেন  হয়ত তার বাবা ফার্মে ঢুকেছেন৷ একটু এগোতেই আবাইদুল দেখতে পান দরজার তালা ভাঙ্গা৷ ভিতরে ঢুকে দেখেন গোটা ফার্মের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গলা কাটা মোরগের দেহ৷ সারা ঘর রক্তাক্ত হয়ে আছে৷ সঙ্গে সঙ্গেই তিনি বাবা হাসেম মিয়া এবং বড় ভাই রহিদুল ইসলামকে ডেকে আনে৷ অবস্থা দেখে তারা সঙ্গে সঙ্গেই মহারানী ফাঁড়িতে খবর দেন৷ ওসি পরিমল রায় সহ অন্যান্য পুলিশ কর্মীরা ছুটে আসনে৷ এই ঘটনার ব্যাপারে একটি মামলা নেওয়া হয়েছে৷ খবর পেয়ে ছুটে যান গোমতী জেলা পরিষদের অগ্রি স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়াজ উদ্দীন আহমেদ৷ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি৷ পুলিশের আশঙ্কা ব্যক্তিগত শত্রুতার জেরে দুসৃকতিরা এই ব্রয়লার মোরগ নিধন করেছে৷