নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ জুলাই৷৷ বিক্রয় কর ফাঁকি দিয়ে বহিঃরাজ্য থেকে ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছার আগেই তেলিয়ামুড়ায় ধরা পড়ল প্রায় পাঁচ লক্ষাধিক টাকার সামগ্রী বোঝাই একটি ট্রাক৷ সাথে আটক করা হয়েছে চালক বীরজিৎ দত্তকে৷
ঘটনার বিবরণে জানা গিয়েছে তেলিয়ামুড়া মহকুমা বিক্রয় কর দপ্তরের কাছে খবর আসে যে গতকাল রাতে মুঙ্গিয়াকামীতে এএস-০১-জিসি-০৭৩৬ নম্বরের একটি গাড়ি অবস্থান করছে আগরতলা যাওয়ার জন্য যাতে প্রচুর পরিমাণে বেআইনী কর ফাকি দেওয়া সামগ্রী মজুত রয়েছে৷ খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা বিক্রয় কর দপ্তরের অধিকারীক নিরঞ্জন দাসের নেতৃত্বে একটি টিম দপ্তর থেকে মুঙ্গিয়াকামীতে যায়৷ সেখান থেকে দুপুর একটা নাগাদ তেলিয়ামুড়া দপ্তরে নিয়ে আসে- এই ব্যাপারে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হলে চালক বীরজিৎ দত্ত জানিয়েছেন গুয়াহাটি থেকে সামগ্রীগুলি আনা হয়েছে আগরলায় নিয়ে যাওয়া হবে সুগম পরিবহণ লিমিটেডে৷ তবে চুড়াইবাড়ী গেইটের কথা বলতেই সে জানায় সেখানে নামকেওয়াস্তে চেক্ করা হয়েছে এবং আগরতলায় আসার জন্য গেইট পাসও দেওয়া হয়েথে বাকী আর কিছু সে জানেনা বলে জানিয়েছেন৷ এদিকে বিক্রয় কর দপ্তরের আধিকারীক জানায় গোপন সূত্রের খবরের ভিত্তিতেই গাড়িটি আটক করা হয়েছে সেখানে সরকারী কর ফাকি দেওয়া আনুমানিক পাঁচ লক্ষ টাকা মূল্যের সামগ্রী বাজেয়াপ্ত করেছে তার মধ্যে রয়েছে ইলেক্ট্রনিক্স সামগ্রী, জুতো, কার্পেট, রেডিমেড গার্মেন্টস সহ আরও কিছু সামগ্রী৷ তবে দুর্নীতি দমনে এই ধরনের অভিযান আগামীদিনে অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন৷
তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বহির্রাজ্য থেকে কর ফাকি দিয়ে চুড়াবাড়িতে চেক্ করার পরও কিভাবে কর ফাকি দেওয়া সামগ্রীগুলি তেলিয়ামুড়ায় ধরা পড়ল বিক্রয় কর দপ্তরের আধিকারীকদের হাতে৷ তাহলে কি টাকার বিনিময়ে চুড়াইবাড়িতে নামেমাত্র চেক্ করা হয়েছ গাড়িটিকে৷ এই প্রশ্ণ উঠছে জনমনে৷
2016-07-17