বেঙ্গালুরু, ৭ জুন (হি.স.) : নিজের বান্ধবীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে| বেঙ্গালুরুর ভেঙ্কটেশ্বরার ঘটনা | মহিলার অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে হেনস্থা করে তাঁর বন্ধু সহ আরও দুই যুবক| মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার ওই যুবককে গ্রেফতার করেছে | গ্রেফতার করা হয়েছে তার আরও দুই সঙ্গীকে| প্রধান অভিযুক্তের নাম সায়েদ জাকির| অপর দুই অভিযুক্তের নাম কৃষ্ণ ও আব্দুল জাকির|
পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা নিজের বিবাহ বিচ্ছেদ নিয়ে মানসিক সমস্যায় ছিলেন| তখন বেঙ্গালুরুর ভেঙ্কটেশ্বরাতে তার বাপের বাড়িতে মায়ের সঙ্গে থাকা শুরু করেছিলেন| ওইসময় মহিলার এক বন্ধু তাঁকে চাকরি করে দেবেন বলে প্রতিশ্রুতিও দেন| চাকরির ব্যবস্থার করে দেওয়ার নাম করেই মহিলাকে বাড়ি থেকে নিয়ে যান একটি গাড়িতে| পথে আরও দুই যুবক উঠে পড়ে ওই গাড়িতে| তিনজনে মিলে মহিলাকে নিয়ে যান একটি পরিত্যক্ত বাড়িতে| সেখানেই ওই তিন জনের হেনস্থার স্বীকার হন ওই মহিলা| বৃহস্পতিবার এদের তিনজনকেই মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ|
2016-07-07