নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ জুন৷৷ গ্রাম পাহাড়ে বসবাসকারী গিরিবাসীদের মধ্যে ম্যালেরিয়া ও ডায়রিয়া পিছু ছাড়ছে

না৷ প্রতিনিয়ত ওই সকল পাহাড়ি জনপদ গুলিতে মারণব্যাধি রোগের প্রকোপ লক্ষ্য করা হলেও স্বাস্থ্য দপ্তরের নেই কোন হেলদোল৷ ম্যালেরিয়া ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের পানবাড়ি এলাকার রাধামোহন পাড়াতে৷
তেলিয়ামুড়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে পানবাড়ির রাধা মোহন পাড়া৷ বর্তমানে ওই পাড়ায় ২০ পরিবারের অধিক উপজাতি দেববর্মা সম্প্রদায়ের গিরিবাসীদের বসবাস৷ প্রত্যেকটি পরিবারই জুম চাষ ও বনের লতাপাতা কুড়িয়ে বাজারে বিক্রি করেই সংসারের যাবতীয় ভরণপোষণ৷ এমন আর্থিকভাবে অন্যান্য এলাকাগুলির মতো এত স্বয়ং সম্পূর্ণ নয়৷ ফলে জরুরিকালীন পরিস্থিতিতে দুর্ভোগের অন্ত থাকে না৷ বর্তমানে ওই রাধামোহন পাড়াতে ডায়রিয়া ও জ্বরের প্রকোপ দেখা দিয়েছে৷ অর্থের অভাব থাকায় হাসপাতালে এসে চিকিৎসা করার মতো সামর্থ্য নেই তাদের৷ ফলে বিনা চিকিৎসায় বাড়িতে দীর্ঘ দিন যাবৎ রোগে আক্রান্ত হতে পার রয়েছে৷ এদিকে ওই এলাকায় প্রায় গোটা বিষয়ের উপরে ছোট বড় গিরিবাসীরা ডায়েরিয়া ও জ্বরে ভুগছে৷ ওই এলাকার রতন দেববর্মা রিয়াং দেববর্মা, রেশমি দেববর্মা সহ আরো অনেকে বিনা চিকিৎসায় বাড়িতে রয়েছে৷
এদিকে, এলাকাবাসীদের মধ্যে থেকে অভিযোগ বিগত এক বছর পূর্বে নামকাওয়াস্তে ডাক্তারবাবুরা এসেছিলেন৷ কিন্তু এরপরে কোন চিকিৎসা কর্মীরা একটি বারের জন্য হলেও পা রাখার প্রয়োজন মনে করেননি৷ একদিকে আর্থিকভাবে দুর্বল অন্যদিকে চিকিৎসা করার মতো টাকার অভাব৷ এলাকাটি কয়েকদিনের মধ্যে যদি কোন স্বাস্থ্য শিবির না করা হয় তবে ঘটে যেতে পারে বিপত্তি৷ এখন দেখার বিষয় কবে নাগাদ মহকুমা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য শিবির হয়৷