নাবালিকা পরিচারিকার অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার,গ্রেপ্তার বাড়ির মালিক

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ নাবালিকা পরিচারিকার অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জিরানীয়া থানার অধীন চম্পকনরের রামভক্ত পাড়াতে৷ পুলিশ প্রাথমিক তদন্তে এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বাড়ির মালকি অমৃত দাসকে গ্রেপ্তার করেছে৷
সংবাদে প্রকাশ, বিলোনীয়ার বাসিন্দা জ্যোৎস্না দেবনাথ অভাবের দরুন অমৃত দাসের বাড়িতে মাসিক এক হাজার টাকা বেতনে পরিচারিকার কাজ করত৷ পেশায় শিক্ষক অমৃত দাসের বাড়ির স্নানঘরে শুক্রবার রাতে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজন চিৎকার চেচামেচি করে৷ ছুটে গিয়ে দেখা যায় জ্যোৎস্নার অগ্ণিদগ্দ মৃতদেহ পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় জিরানীয়া থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ এলাকাবাসীর অভিযোগ বাড়িতে আগুন দেখা সত্বেও অমৃত দাসের পরিবার কোন সাড়া শব্দ করেনি৷ পুলিশ এই ঘটনার একটি মামলা নিয়েছে৷ পুলিশের ধারনা ঐ নাবালিকার সাথে শিক্ষক অমৃত দাস শারীরিক সম্পর্ক স্থাপন করেছে৷ তাতে হয়তো ঐ নাবালিকা গর্ভবতী হয়েছে৷ ঘটনা জানাজানি হলে লোকলজ্জার ভয়ে নাবালিকাকে অগ্ণিদগ্দ করে হত্যা করা হয়েছে৷