BRAKING NEWS

উন্মুক্ত সীমান্তে বাড়ছে অপরাধ, বিএসএফের ভূমিকায় ক্ষুব্ধ জনতার পথ অবরোধ সোনামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ সোনামুড়া থানাধীন ধনপুরের মধ্য শান্তিনগর এলাকায় পর পর বেশ কয়েকটি চুরির ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রবিবার সোনামুড়া বিলোনিয়া সড়ক অবরোধ করেন৷ এব্যাপারে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ডিসিএম৷ তারপরই পথ অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসী৷
Border-fenceসোনামুড়া মহকুমার বিস্তীর্ণ এলাকাজুড়ে এখনো আন্তর্জাতিক সীমান্ত উন্মুক্ত রয়েছে৷ উন্মুক্ত সীমান্ত পথ নিয়ে চুরি ডাকাতি ও নানা অসামাজিক কার্যকলাপ সংগঠিত করে বাংলাদেশে গা ঢাকা দেওয়ার ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত৷ পাচার বাণিজ্য হয়ে উঠেছে রমরমা৷ অপরাধ প্রবণতারোধে প্রশাসনের ভূমিকা মোঠেই সন্তোষজনক নয়৷ ধনপুরের মধ্য শান্তিনগর এলাকায় গত একমাস ধরে গরু চুরির হিড়িক পড়েছে৷ গত এক মাসে ১০/১২ টি গরু চুরি হয়েছে৷ শনিবার সকালে এলাকার সুভাষ দেবনাথের স্ত্রী জমিতে গরু বেঁধে দিয়ে আসেন৷ এরই মধ্যে বৃষ্টিপাতও শুরু হয়৷ দুপুর নাগাদ গরু বাড়িতে নিয়ে আসার জন্য গিয়ে সুভাষবাবুর স্ত্রী দেখেন গরুগুলি নেই৷ এরপরই বিষয়টি সোনামুড়া থানার পুলিশকে জানানো হয়৷ কিন্তু পুলিশ গরুগুলির ব্যাপারে কোন খোঁজ খবর নেয়নি৷ তাতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ রবিবার ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটে৷ এলাকাবাসী সকাল ৯টা নাগাদ সোনামুড়া বিলোনিয়া সড়ক অবরোধ করেন৷ দুই ঘন্টারও বেশি সময় ধরে পথ অবরোধ চলে৷ খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসেন সোনামুড়ার ডিসিএম পৃথ্বীরাজ দেবনাথ৷ তিনি অবরোধকারীদের আশ্বাস করে বলেন, ২৪ ঘন্টার মধ্যে গরুগুলি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷
পুলিশের ভূমিকা ঘিরে এলাকাবাসী ক্ষোভে ফঁুসছেন৷ পুলিশ প্রশাসনের ঘুম ভাঙ্গাতেই রবিবার সোনামুড়া বিলোনিয়া পথ অবরোধ করেন এলাকাবাসী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *