BRAKING NEWS

প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানে ধস নামায় থমকে চারধাম যাত্রা

দেরাদুন, ২৯ মে (হি.স.) : প্রবল বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানে ধস নামায় থমকে গিয়েছে চারধাম যাত্রাসূচি৷ এর ফলে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর রাস্তায় আটকে পড়েছেন বহু তীর্থযাত্রী৷ প্রবল বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের টেহরি জেলার পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়েছে৷ দুর্যোগের কারণে চারধাম যাওয়ার পথ বিপজ্জনক৷ জানিয়েছে উত্তরাখণ্ড রাজ্য প্রশাসন৷ মৌসম ভবন জানিয়েছে, রাজ্যে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
শনিবার মেঘফাটা বৃষ্টির জেরে টেহরি জেলার ঘনসালির পরিস্থিতি সবথেকে খারাপ৷ এক জনের মৃত্যু হয়েছে৷ স্থানীয় বলগানা উপত্যাকার কয়েকটি গ্রামের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত৷ টেহরি জেলা প্রশাসন সূত্রে খবর, মেঘফেটে হড়কা বানে স্থানীয় কোটিয়ারা গ্রামের ৫০টি বাড়ি ধসের তলায় চাপা পড়েছে৷ বানের জলে বেশকিছু গাড়ি ভেসে গিয়েছে৷ টেহরি উত্তরকাশী, পিথোরাগড় জেলার পরিস্থিতি ভালো নয়৷
কেদারনাথ যাওয়ার বহু যাত্রী আটকে গিয়েছেন লাম্বগাঁও, কোটলগাঁও এবং চমিয়ালাতে৷ টেহরিতে আটকে রয়েছেন গঙ্গোত্রী ও বদ্রীনাথ যাওয়ার যাত্রীরা৷ উত্তরকাশীর কাছে ধস নামায় আটকে গঙ্গোত্রীর যাত্রীরা৷ রুদ্রপ্রয়াগের সীতাপুর, রামপুর ও সোনপ্রয়াগের রাস্তায় ধস নেমেছে৷ চামোলির কর্ণপ্রয়াগ-যোশিমঠ সড়কে উঠে এসেছে বন্যার জল৷ বন্ধ শিখ তীর্থস্থান হেমকুণ্ড সাহিবের পথ৷ এখানেও আটকে বদ্রীনাথের যাত্রীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *