রাজভবনের সামনে দূর্ঘটনায় জখম দুই গাড়ির চালক

Accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ সাত সকালে ক্যাপিটেল কমপ্লেক্সস্থিত রাজভবনের সামনে দুটি গাড়ির সংঘর্ষ৷ দুই গাড়ির চালকই অল্প বিস্তর আহত৷ এলাকায় চাঞ্চল্য৷
রাজধানী আগরতলা শহরে বৃহস্পতিবার সাত সকালে সামান্য কর্মব্যবস্ততা শুরু হয়েছে৷ এর মধ্যেই এক যান দুর্ঘটনার সাক্ষী ব হয়ে গেল এলাকাবাসী৷ সকালে সংশ্লিষ্ট সড়ক ধরে টিআর০১সি-০৪১৭ নম্বরের একটি অল্টো গাড়ি দুর্বার গতিতে শহরে ঢুকছিল৷ এর মধ্যেই গাড়িটি তীব্র গতিতে এসে রাজভবনের সামনে রাস্তার ডিভাইডারগুলোর উপর দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন এগিয়ে আসেন৷ খবর পেয়ে ছুটে আসে পুলিশও৷ এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ অল্টো গাড়িটি বিপরীত দিক থেকে দ্রুতগতিতে এসে মারুতি ভ্যানকে ধাক্কা দেয়৷ গাড়িটির নম্বর টিআর০১ডি-৩২০১৷ এব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *