নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ দৃষ্টিহীনদের দাবি পূরণে রাজ্য সরকার দীর্ঘ তালবাহনা করে চলেছে বলে গুরুতর অভিযোগ করেছে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি৷ স্পেশাল ড্রাইভের মাধ্যমে দৃষ্টিহীনদের নিয়োগের কথা থাকলেও নিয়োগ করা হচ্ছে না৷ ইন্টারভিউ নিয়েও দৃষ্টিহীনদের নিয়োগপত্র দেওয়া হয়নি৷ এসব বিষয় নিয়ে ব্লাইন্ড কমিটি বহুবার দপ্তর অধিকর্তা এবং মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে৷ দাবি সনদ পেশ করা হয়েছে৷ প্রতিশ্রুতি ছাড়া বাস্তবে কোন ফল হয়নি৷ সে কারণেই অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি বার দফা দাবিতে আান্দোলনে সামিল হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তার অফিস ঘেরাও করা হয়৷ দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য বিশেষ উদ্যোগের মাধ্যমে প্রতিবছর নিয়োগ প্রক্রিয়া চালু রাখতে হবে৷ সংরক্ষণ প্রথা সুনিশ্চিত করতে হবে৷ সকল অংশের বেকার দৃষ্টিহীন প্রতিবন্ধীদের অবিলম্বে বিপিএল কার্ড প্রদান করতে হবে৷ ভূমিহীন ও গৃহহীন দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ভূমির বন্দোবস্ত ও গৃহ নির্মাণ করে দিতে হবে৷ দৃষ্টিহীন প্রতিবন্ধীদের সম্পূর্ণভাবে কর মুকুব করতে হবে৷ দৃষ্টিহীন বেকার প্রতিবন্ধীদের মাসিক ভাতা নূ্যনতম তিন হাজার টাকা করতে হবে প্রভৃতি৷ সংগঠনের নেতৃবৃন্দ জানান, অবিলম্বে এসব দাবি পূরণ না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন৷ অবশ্য দপ্তর অধিকর্তা দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের তরফে জানানো হয়েছে৷
2016-05-27

