BRAKING NEWS

পূর্বাঞ্চলে আলো জ্বললে গোটা দেশ উজ্জ্বল হবে ঃ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আডবাণী সহ ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রীকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ সর্বানন্দের

ASSAM CM OATHগুয়াহাটি, ২৪ মে৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী তথা বিজেপি -র মার্গদর্শক লালকৃষ্ণ আডবাণী, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-সহ তেরোজন কেন্দ্রীয়মন্ত্রী এবং এনডিএ শাসিত চোদ্দটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশে নিয়ে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করেছেন সর্পাষদ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল৷ তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্য৷ মুখ্যমন্ত্রী সহ নয়জন পূর্ণ মন্ত্রী এবং দুজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত রাজ্যমন্ত্রী এক এক করে শপথ নেওয়ার পর অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, তিন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অসমের নয়া মুখ্যমন্ত্রী সনোয়াল৷ অসমের মানুষ যে বিশ্বাসের ওপর ভর করে দুহাতে বিজেপি ও তার শরিক দলের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করেছেন সেই বিশ্বাস অটুট রাখতে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপ্রাণ সচেষ্ট থাকবেন বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন মোদী৷ ভাষণের শুরুতে অসমিয়া ভাষায় রাজ্যবাসীকে তাঁর আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি৷ বলেন, সর্বানন্দ সনোয়ালকে তাঁর মন্ত্রীসভায় রেখে খুব কাছে থেকে দেখেছেন৷ আপাদমস্তক ভদ্র, অমায়িক, বিনয়ী, প্রসন্ন চিত্তের অধিকারী, মৃদুভাষী, কর্মোদ্যমী সর্বানন্দ অসমের জনতাকে অবশ্যই আনন্দ দিতে সচেষ্ট থাকবেন বলে আত্মবিশ্বাস ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, অসমকে অগ্রগতির দিকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রের তরফ থেকে কোনও কার্পণ্য করা হবে না৷ পুরোনো সরকার যতটুকু কাজ করেছে, তার চেয়ে আরও বেশী কাজ করার ক্ষমতা রাখেন সর্বানন্দ, বলেন প্রধানমন্ত্রী৷ বলেন, সাংসৃকতিক প্রেরণাদায়ী ধরিত্রী অসম৷ এই প্রেরণা নিয়েই ক্ষিপ্রগতিতে অসম বিকশিত হবে৷ অসমকে কোনও অবস্থায়ই কোনও ব্যাপারে অভাব বোধ করতে দেওয়া হবে না বলে দৃঢ়তার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷ প্রধানমন্ত্রী মনে করেন, দেশের পূর্বাঞ্চলে আলো জ্বললে গোটা দেশ উজ্জ্বল হবে৷ তাই অসমকে বিকাশের চূড়ায় নিয়ে যেতে হবে যাতে গোটা উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি প্রতিবেশী দেশগুলিতেও এর প্রভাব পড়ে৷ ভারতের সর্বোকৃষ্ট রাজ্য হিসেবে অসমকে গড়ে তুলতে আপ্রাণ সচেষ্ট থাকবেন, বলেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর ভাষণের পর বক্তব্য পেশ করতে গিয়ে নয়া মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বিপেজি মিত্রজোটকে ঐতিহাসিক বিজয়ী করতে জনগণের অকুণ্ঠ আশীর্বাদকে স্মরণ করে সকলকে তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ প্রধানমন্ত্রীর মতো তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁদের যে আহ্বানের প্রতি জনগণ বিশ্বাস করে দুহাত ভরে মিত্রজোটকে সমর্থন করেছেন, ভোট দিয়েছেন, সেই বিশ্বাস তিনি ভঙ্গ করবেন না৷ রাজ্য থেকে দুর্নীতি নির্মুল থেকে সুশাসন দিতে তিনি বদ্ধপরিকার৷ ইতিহাস রচনা করে তাঁদের বিজয়ে আরএসএস স্বয়ংসেবক সংঘের কার্যকর্তাদের অবদানকেও নত মস্তকে স্বীকার করেছেন সর্বানন্দ৷ আজকের অনুষ্ঠানে আগত বহু সংখ্যক ধর্মগুরু, সত্রাধিকারদেরও প্রণাম জানিয়ে তাঁর এই যাত্রাপথ যাতে নিষ্কন্টক হয় সেই আশীর্বাদ যাত্রা করেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, বরাক-ব্রহ্মপুত্র উপত্যকা, পাহাড়-সমতল, সকল জাতি জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় রক্ষা করে সকলের বিকাশই তাঁর প্রধান লক্ষ্য হবে৷ আজকের শপথ অনুষ্ঠানে এত বিশাল সংখ্যার জনতা, কেন্দ্রীয়মন্ত্রীবর্গ, এত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত হওয়ায় তাঁর মাে৩বল বহুগুণ বেড়ে গেছে বলে অকপটে স্বাকীর করেন তিনি৷ আজকের এই বিশাল অনুষ্ঠানে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসের অসুস্থ প্রদেশ সভাপতির দ্রুত আরোগ্য কামনা করে তিনি তাঁর সৌজন্যবোধের পরিচয় দিতে ভুলেননি মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেছেন মধপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজসিং চৌহান, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশসিং বাদল৷ তাঁরা সকলেই অসমে বিজেপির নেতৃত্ব মিত্রজোট সরকার গড়তে রাজ্যের জনগণকে অকুন্ঠ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়েছেন৷ সমে বিজেপি মিত্রজোট সরকার গড়ে ইতিহাস চরনা করা হয়েছে বলে সবাই তাঁদের ভাষণে বলেন৷ এও বলেন, তাঁদের বিশ্বাস, কেন্দ্রে নরেন্দ্র মোদীর মতো কর্মচঞ্চল ব্যক্তি যিনি দেশের অন্যান্য রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন সেখানে অসমও পিছিয়ে থাকবে না৷ তাছাড়া সর্বানন্দ সনোয়ালও কর্মোদ্যমী৷ তাই যুগলবন্দিটা মিলেছে ভালো৷ বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জনগণের আশীর্বাদপুষ্ট অসমের নয়া সরকার রাজ্যবাসীকে উজ্জ্বল করবে বলে জানান, অগাধ সম্ভাবনাময় এই রাজ্য৷ এই সরকার আগামী পাঁচ বছরের মধ্যে তর তর করে বিকাশের চূড়ায় রাজ্যকে নিয়ে যাবে বলে মনে করেন অমিত৷ জনাদেশ বিফলে যাবে না, এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন৷
ক্ষাধিক জনতার সামনে মুখ্যমন্ত্রী পদে পদ ও গোপনীয়তার শপথ নিয়েছেন সর্বানন্দ সনোয়াল৷ তাঁর সঙ্গে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ড হিমন্তবিশ্ব শর্মা (বিজেবি), অতুল রায় (অগপ), প্রমিলারানি ব্রহ্ম (বিপিএফ), পরিমল শুক্লবৈদ্য (বিজেপি), চন্দ্রমোহন পটোয়ারি (বিজেপি), কেশব মহন্ত (অগপ), রঞ্জিত দত্ত (বিজেপি), রিহন দৈমারি (বিপিএফ)৷ তাছাড়া স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত দুই রাজ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নবকুমার দলে (বিজেপি) ও পল্লবলোচন দাস (বিজেপি)৷ শপথ অনুষ্ঠানের মূল মঞ্চ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশসিং বাদলের কাছেই বসেছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ ছিলেন আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী অগপ -র প্রফুল্লকুমার মহন্তও৷ ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার, মহেশ শর্মা, জিতেন সিং, রাজীবপ্রকাশ রুডি, জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিং, রামবিলাস পাশোয়ান, নির্মলা সীতারামাইয়া, সুরেশ প্রভু, ভেংকাইয়া নাইডু, বাবুল সুপ্রিয়, কিরেন রিজিজু প্রমুখ৷ উপস্থিত ছিলেন হরিয়ানার মনোহরলাল খট্টর, রাজস্থানের বসুন্ধরারাজে সিন্ধিয়া, ছত্তিশগড়ের রমন সিং, গুরাটের আনন্দীবেন প্যাটেল, ঝাড়খন্ডের রঘুবর দাস, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডা, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিশ, গোয়া নাগাল্যান্ড, অরুণাচলপ্রদেশ, সিকিমের মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *