BRAKING NEWS

এনইআরসিপিএ’র সম্মেলন, রাজ্যে আসছেন লোকসভার অধ্যক্ষাসহ বিশিষ্ট ব্যক্তিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যকে নিয়ে গঠিত নর্থ ইস্ট রিজিওন কমনওয়েলথ্

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ, সাথে রয়েছেন উপাধ্যক্ষ পবিত্র কর৷ ছবি নিজস্ব৷
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ, সাথে রয়েছেন উপাধ্যক্ষ পবিত্র কর৷ ছবি নিজস্ব৷

পার্লামেন্টারি এসোসিয়েশনের (এনইআরসিপিএ) ১৫তম বার্ষিক সম্মেলন আগামী ৩০ মে থেকে ১ জুন ত্রিপুরা বিধানসভা ভবনে অনুষ্ঠিত হবে৷ এই সম্মেলনের উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন৷ এই সম্মেলনকে ঘিরে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষ, এবং নাগাল্যান্ড, সিকিম ও মণিপুরের বিধানসভার উপাধ্যক্ষরা এবং ছয় রাজ্যের বিধানসভার সচিবরা আগরতলায় আসবেন৷ এছাড়াও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়ান, লোকসভার উপাধ্যক্ষ ডঃ মুণিসামী থাম্বি দুরাই এবং লোকসভার সেক্রেটারি জেনারেল অনুপ মিশ্রা এই সম্মেলনে উপস্থিত থাকবেন৷ মঙ্গলবার ত্রিপুরা বিধানসভায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ৷
এদিন তিনি জানিয়েছেন, প্রতি বছরই কোন না কোন রাজ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে৷ এবছরই প্রথম সিকিম এই সম্মেলনের অন্তর্ভূক্ত হয়েছে৷ গত বছর আসামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল৷ এর আগে ২০০৫ সালে রাজ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল৷ তিনি জানান, আগামী ৩০ মে লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন রাজ্যে আসবেন৷ ঐদিন সন্ধ্যায় এসোসিয়েশনের কার্যকরী সভা অনুষ্ঠিত হবে৷ পরদিন ৩১ মে বেলা পৌণে ১১টায় ত্রিপুরা বিধানসভা ভবনে এনইআরসিপিএ’র ১৫ তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষা৷ ঐ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকারও উপস্থিত থাকবেন৷ ১লা জুন সকাল দশটায় শুরু হবে ভেলিডেক্টারি সেশন৷ তাতে দুটি বিষয়ের উপর আলোচনা হবে৷ ঐ সেশানে রাজ্যপাল তথাগত রায় উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন৷ ভেলিডেক্টারি সেশনের পর আমন্ত্রিত অতিথিদের এবং উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষ, এবং নাগাল্যান্ড, সিকিম ও মণিপুরের বিধানসভার উপাধ্যক্ষ এবং সচিবদের ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্য্যালয় পরিদর্শনে নিয়ে যাওয়া হবে৷ সেখান থেকে বোধজংনগর গ্রোথ সেন্টার তারপর আখাউড়া চেকপোস্ট এবং স্টেট মিউজিয়াম উজ্জয়ন্ত পেলেস পরিদর্শনে নিয়ে যাওয়া হবে৷ বিকালে এক সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন৷
এদিন তিনি আরও জানিয়েছেন, রাজ্যের তিন সাংসদদেরও এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে৷ কিন্তু শংকর প্রসাদ দত্ত বিদেশে সফরে থাকবেন বলে তিনি আসতে পারবেন না বলে তিনি জানিয়েছেন৷ এছাড়া রাজ্যের একজন মহিলা মন্ত্রী, দুইজন বিধায়ক রীতাকর মজুমদার এবং নিরঞ্জন দেববর্মা ও রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ জীতেন সরকারকে সম্মেলনে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে৷ ভেলিডেক্টারি সেশানে রাজ্যপালের পাশাপাশি পরিষদীয় মন্ত্রী তপন চক্রবর্তী উপস্থিত থাকবেন৷
এদিন সাংবাদিক সম্মেলনে উপাধ্যক্ষ পবিত্র কর বলেন, পি এ সাংমা যখন লোকসভার অধ্যক্ষ ছিলেন তখন তিনি এই ধরনের সম্মেলনের উদ্যোগ নিয়েছিলেন৷ তিনি জানিয়েছেন, এবারের সম্মেলন দুটি বিষয়ের উপর আলোচনা হবে৷ সেগুলি হল, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির আরও উন্নয়নের জন্য সংসদীয় ব্যবস্থাকে আরও উন্নত করা এবং পূর্বোত্তরে ভূমিক্ষয় ও জনগণের উপর তার প্রভাব ও রাজনৈতিক পর্য্যায়ে এর কিভাবে সমাধান করা যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *