BRAKING NEWS

বাইজলবাড়িতে নির্বাচিত জনপ্রতিনিধিদের হেনস্থার অভিযোগ আইপিএফটি’র, থানায় মামলা

IPFTYনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ মে৷৷ বাইজাল বাড়ী, ছনখলা, হেজামারা এলাকাগুলি দীর্ঘদিন শান্ত থাকার পর শান্ত পরিবেশকে অশান্ত করার প্রয়াস কতিপয় অতি উৎসাহী বাম কর্মী-সমর্থকদের৷ সরকারী কার্য্যালয়ে ঢুকে বিরোধী নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর হামলা করে শান্তি-শৃঙ্খলার পরিবেশকে উস্কে দেওয়ার অপচেষ্টা করা হল সোমবার দুপুরে৷ সোমবার দুপুরে পদ্মবিল এডিসি ভিলেজে সরকারী উন্নয়নমূলক কাজের জন্য জনপ্রতিনিধিদের বৈঠক ডাকেন পঞ্চায়েত সচিব গৌতম দাস৷ তিনি চিঠি ইস্যু করে সিপিআই (এম) ও আইপিএফটি’র ৪ জনপ্রতিনিধিকে বৈঠকে ডাকেন ভিলেজ কার্য্যালয়ে৷ কিন্তু উন্নয়নমূলক বৈঠক বাঞ্চাল করতে কতিপয় সিপিআই(এম) কর্মী-সমর্থক আইপিএফটি’র জনপ্রতিনিধিদের উপর হামলে পড়ে৷ শারীরিকভাবে হেনস্থার পাশাপাশি হুমকি দেওয়া হয় ১ মিনিটের মধ্যে পঞ্চায়েত থেকে বেরিয়ে যেতে৷ প্রকাশ্য দিবালোকে এধরনের ঘটনা সংগঠিত হবার পর পঞ্চায়েত সেক্রেটারি বাধা দিলে পঞ্চায়েত সচিব গৌতম দাসকেও মারতে উদ্ধ্যত হয়৷ পঞ্চায়েত সেক্রেটারি প্রাণ নিয়ে দৌড়ে পালান সেখান থেকে৷ অতি উৎসাহী বাম কর্মী-সমর্থকদের এহেন ঘটনায় কিছুদিন পরপরই হেজামার, বাইজালবাড়ী এবং ছনখলার মতো এলাকাগুলিতে রাস্তা অবরোধ সহ বিক্ষুব্ধ জনতার স্বীকার হতে হচ্ছে৷ কমলপুর, আমবাসা, কৈলাসহর সহ বিভিন্ন জেলার মানুষ প্রয়োজনের তাগিদে এই রাস্তা ধরেই রাজধানীর সাথে যোগাযোগ বজায় রেখে চলছেন৷ কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ যখন অশান্ত হয়ে উঠে তখন জনরোষে পড়তে হচ্ছে আম নাগরিকদেরই৷ এর থেকে অন্তত একটা কথা পরিষ্কার যে ঐসব অতি উৎসাহী বাম কর্মী-সমর্থেকদের উপর দলের কোন নিয়ন্ত্রন নেই৷ যে কারনে অহেতুক শান্তি-সম্প্রীতির পরিবেশকে বিনষ্ট করার চক্রান্তে তারা দিনের পর দিন লিপ্ত হচ্ছে৷
এদিকে সোমবারের ঘটনার বিবরন দিতে গিয়ে আইপিএফটি’র নেতৃত্বরা জানালেন, সোমবার বেলা ১১টায় পদ্মবিল আরডি ব্লকের অধীন দক্ষিন পদ্মবিল এডিসি ভিলেজে এক জরুরী সভা আহ্বান করা হয়৷ ভিলেজ কমিটির সব সদস্য সদস্যাদের নিয়ে এদিনকার জরুরী বৈঠক৷ যেখানে সামিল হন আইপিএফটি’র ৪ জন এবং সিপিআই(এম) এর ৪ জন নির্বাচিত সদস্য-সদস্যা এবং পঞ্চায়েত সদস্য-সদস্যাদের নিয়ে ভিলেজ কমিটির পঞ্চায়েত সেক্রেটারি গৌতম দাস এই বৈঠকের আহ্বান করেন৷ বেঠকে মূলত রেগার কাজ, এপিএল-বিপিএল এর কাজ ওপিডিএফ ফান্ডের অর্থে উন্নয়নমূলক কাজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা হওয়ার কথা৷ কিন্তু বৈঠকের শুরুতেই আচমকা কিছু সিপিআই(এম) কর্মী-সমর্থক এসে ভিলেজ কমিটির কার্য্যালয়ে প্রবেশ করে এবং আইপিএফটি’র নির্বাচিত সদস্যা সারথী দেববর্মাকে হেনস্থা করে৷ সেই সাথে এদিনকার বৈঠক বাঞ্চাল করে দেয় তারা৷ এমনই গুরুতর অভিযোগ মিডিয়ার সামনে তুলে ধরলেন আইপিএফটি’র বিভাগীয় সম্পাদক প্রশান্ত দেববর্মা সহ দলীয় কর্মী-সমর্থকরা৷ সোমবার সন্ধ্যায় আইপিএফটি’র দলের ৪ নির্বাচিত জনপ্রতিনিধি বাইজালবাড়ী ফাঁড়ি থানায় তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন৷ খোয়াইয়ের লঙ্কমুড়ার অনিল দেববর্মা, বিমান দেববর্মা ও সত্যজিৎ দেববর্মার নাম উঠে আসে আইপিএফটি’র এফআইআরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *