BRAKING NEWS

বরাক উপত্যায় বন্যা পরিস্থিতির অবনতি

barack velley copyশিলচর (অসম), ২২ মে, (হি.স.) : অবিরাম বৃষ্টির ফলে দক্ষিণ অসমের বরাক, লঙ্গাই, সিংলা নদী এবং তাদের উপনদীগুলির জলপৃষ্ঠ উদবেগজনকভাবে বেড়ে যাওয়ায় কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়ানক রূপ ধারণ করেছে। সরকারি তথ্য অনুযায়ী, কাছাড় জেলার বরাক, সুরমা, সোনাই এবং মধুরা নদীর জল শিলচর-সহ সোনাই, কাটিগড়া এবং উধারবন্দ রাজস্ব সার্কলের মোট ৪১টি গ্রাম প্লাবিত করে দিয়েছে। তাছাড়া লঙ্গাই, সিংলা এবং কুশিয়ারা নদীর জলে প্লাবিত হয়ে গিয়েছে করিমগঞ্জ জেলার পাথারকান্দি, রামকৃষ্ণনগর ও নিলামবাজার সার্কলের ৭৩টি গ্রাম। বন্যার কবলে পড়েছেন কাছাড় জেলায় ১,৭৩৫টি, করিমগঞ্জে ৭৮ হাজার পরিবার। সুরমা এবং কুশিয়ারা নদীর বন্যার কবলে পড়েছে কাছাড় জেলার কাটিগড়া নির্বাচন কেন্দ্রের পীরনগর এবং কাটারচকে অবস্থিত বিএসএফ-এর ১৩১ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প। তাছাড়া কুশিয়ারা নদীর বর্ধিত জলের কবলে পড়েছে এএসএফ-এর ১৩৩ নম্বর ব্যটালিয়নের স্টিমারঘাট, চাঁদশিকোণা এবং জগন্নাথি সীমান্ত চৌকি। বন্যায় প্লাবিত হয়ে গেছে, করিমগঞ্জ শহরের চরবাজার, চরাকুড়ি, দাসপট্টি এবং স্টিমারঘাট অঞ্চল। বন্ষা পরিস্থিতি ভয়ংকর রূপ ধারণ করার পরিপ্রেক্ষিতে নিলামবাজার সার্কল দফতর রেড অ্যালার্ট জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। নির্দেশ দেওয়া হয়েছে চলমান পরীক্ষা ইত্যাদির সময়সূচিও বাতিল করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *