BRAKING NEWS

আজ বুন্ধজয়ন্তী, সাজিয়ে তোলা হয়েছে বেনুবন বিহার বুদ্ধমন্দির

Buddha Purnimaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ শনিবার বুদ্ধজয়ন্তী৷ এ উপলক্ষ্যে আগরতলা বেনুবন বিহারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ শনিবার ভোরে মৈত্রী ভাবনা ও প্রভাতফেরীর মধ্য দিয়ে বুদ্ধজয়ন্তী অনুষ্ঠানের সূচনা হবে৷
জগতে মানব ত্রাণের জন্য অগণিত ধর্মপ্রবর্তক জন্মগ্রহণ করেছেন৷ তাদের মধ্যে ভগবান বুদ্ধ এক স্বাতন্ত্রবাদী ধর্ম প্রবর্তন করেছিলেন আজ থেকে ২৫৬০ বছর আগে৷ তার প্রবর্তিত ধর্ম সাড়া বিশ্বে ছড়িয়ে পড়েছিল সম্রাট অশোকের আমলে৷ ভগবান বুদ্ধ ৪৫ বছর ধরে পদব্রজে ভারতে শান্তি মৈত্রী, করুনা ও দুঃখ মুক্তির বাণী প্রচার করেছিলেন৷ ২১ মে প্রতিবছরের মতো এবছরও আগরতলা বেনুবন বিহারে মহা সমারোহে বুদ্ধ জয়ন্তী পালিত হবে৷ এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি শিক্ষা ও অর্থমন্ত্রী তপন চক্রবর্তী, সাংসদ শংকর প্রসাদ দত্ত, আগরতলা রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী হিতকামানন্দ মহারাজ প্রমুখ৷ অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জানান, অক্ষয়ানন্দ ভিক্ষু৷ ২৫৬০ তম বুদ্ধ জন্মজয়ন্তী উপলক্ষ্যে বুদ্ধ মন্দিরস্থিত বেনুবন বিহারকে নতুন সাজে সাজিয়ে তুলা হচ্ছে৷ আলোক সজ্জার ব্যবস্থাও করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *