BRAKING NEWS

করবুকে উপজাতি জনপদে পানীয় জলের জন্য হাহাকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ স্বর্ণযুগের ত্রিপুরা রাজ্যে আজও বহু উপজাতি জনপদ পানীয় জলের পরিষেবা থেকে বিচ্ছিন্ন৷ পানীয় জলের পরিষেবাহীন পাড়াগুলির মধ্যে অন্যতম করবুক মহকুমার উত্তর একছড়ি ভিলেজ কমিটির মঙ্গলসিং পাড়া৷ ওই এলাকার জনজাতিদের কাছে পরিশ্রুত পানীয় জল দিবাস্বপ্ণ ছাড়া আর কিছু না৷ কারণ দীর্ঘ বহু বছর  যাবত ওই এলাকার জনজাতিদের পানীয় জলের তেষ্টা মেটানোর জন্য ছড়া কিংবা কাঁচা কোয়ার নোংরা জলের উপর নির্ভর করে থাকতে হচ্চে৷ ওই এলাকায় বসবাসকারী প্রায় দুইশত জনজাতি পরিবারের জন্য পরিশ্রুত পানীয় জলের পরিষেবা পৌঁছে দিতে সম্পূর্ণ ব্যর্থ মডেল রাজ্যের দাবিদাররা৷ সপ্তমের কান্ডারিরা এডিসি এলাকার উন্নয়ন নিয়ে যথেষ্ট গর্ব করে থাকেন৷ প্রায় প্রতিটি নির্বাচনের  আগে শাসক দলীয় নেতা মন্ত্রীরা এডিসি এলাকার উন্নয়নের কথা  শুনিয়ে থাকেন৷ কিন্তু বাস্তব অন্য কথা বলছে৷ এডিসি এলাকার জনজাতিদের মৌলিক চাহিদা গুলির মধ্যে অন্যতম পানীয় জলের সমস্যা সমাধানে ব্যর্থ রাজ্যের বাম সরকার৷ রাজ্য সরকার ও এডিসি প্রশাসন এডিসি এলাকার  উন্নয়নের  নামে কাগজে পত্রে ব্যাপক অর্থ খরচ  করে চললেও পানীয় জলের সমস্যা সমাধান করতে পারছে না৷ যার ফলে ক্ষোভে ফঁুসছে অত্র এলাকার জনজাতিরা৷ তবে মঙ্গলসিং পাড়ায় পানীয় জলের উৎস স্থাপনের জন্য কিছু লোক দেখানো প্রচেষ্টা করা হলেও তা শুরু  ন্ডহওয়ার আগেই মুখ থুবরে পড়ে আছে৷ এলাকাবাসীরা নিজেদের তাগিদে  ছড়ার পাশে কাঁচা কোয়া গড়ে পানীয়  জল সংগ্রহ করে চলছে৷ ছড়া কিংবা কাঁচা কোয়ার অপরিশোধিত পানীয় জল পান করার ফলে জনজাতিদের প্রায়ই বিভিন্ন জলবাহিত রোগের শিকার  হতে হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *