কলকাতা, ১৯ মে (হি.স.) : নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। দু্র্বার গতিতে এগিয়ে চলেছে তৃণমূলের বিজয়রথ। এখনও পর্যন্ত ভোটগণনার প্রবণতা অনুযায়ী দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের রাজ্যের ক্ষমতায় আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।প্রবণতা থেকে স্পষ্ট, সংখ্যালঘু ভোট তৃণমূলের সঙ্গেই রয়েছে। অন্যদিকে, বাম-কংগ্রেস জোট কোনও টক্করই দিতে পারেনি শাসক দলকে। জোটের প্রভাব পড়েনি ভোটে। বিজেপির ভোট খুব একটা কমেনি। একের বেশি শক্তি নিয়ে বিধানসভায় আসতে পারে বিজেপি। রাজ্য বিধানসভার ২৯৪ আসনের ভোট গণণার যে প্রবণতা জানা গিয়েছে তাতে ২১১ আসনে এগিয়ে তৃণমূল, জোট মাত্র ৭৩ আসনে এগিয়ে। বিজেপি এগিয়ে ৭ টি আসনে। অন্যান্যরা ৩ আসনে এগিয়ে। তাত্পর্য্যপূর্ণভাবে সিপিএমের থেকে বেশি আসনে এগিয়ে কংগ্রেস। বামফ্রন্ট ২৯ এবং কংগ্রেস ৪৪ আসনে এগিয়ে।
প্রথমেই পোস্টাল ব্যালট গণনা শুরু হয় বৃহস্পতিবার সকালে। তাতেও বিরোধীদের থেকে বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল তৃণমূল। ইভিএম খুলতেই সেই ব্যবধান আরও বাড়ে। তৃণমূল দ্রুত ১০০ ছাড়িয়ে যায় এবং এগোতে থাকে নিরঙ্কুশ গরিষ্ঠতার দিকে। প্রথম রাউন্ডের গণনার শেষে যদিও চূড়ান্ত ফল বলা সম্ভব নয়। কিন্তু তৃণমূল যে ভাবে জোটের দ্বিগুণেরও বেশি আসনে এগিয়ে গিয়েছে, তাতে রাজ্যজুড়ে তৃণমূলের পক্ষে বিপুল সমর্থনের আঁচ পাওয়া যাচ্ছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
রাজ্য বিধানসভার ২৯৪ আসনের ভোট গণণার যে প্রবণতা জানা গিয়েছে তাতে ২০৮ আসনে এগিয়ে তৃণমূল, জোট মাত্র ৭৭ আসনে এগিয়ে। বিজেপি এগিয়ে ৭ টি আসনে। অন্যান্যরা ৩ আসনে এগিয়ে। তাত্পর্য্যপূর্ণভাবে সিপিএমের থেকে বেশি আসনে এগিয়ে কংগ্রেস। বামফ্রন্ট ৩৬ এবং কংগ্রেস ৪১ আসনে এগিয়ে। জোট প্রার্থীরা যে সব আসনগুলিতে এগিয়ে রয়েছেন, সেগুলি মূলত উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে কিছু নির্দিষ্ট পকেট ছাড়া জোটের সাফল্য এখনও পর্যন্ত তেমন চোখে পড়েনি। তৃণমূলের ভোটে ভাগ বসাতে পারেননি বিরোধীরা।
সূর্যকান্ত মিশ্র নারায়ণগড়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রয়েছেন। তিনি কখনও এগিয়ে যাচ্ছেন, কখনও পিছিয়ে পড়ছেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে এগিয়ে থাকলেও ব্যবধান বেশি নয়। সবং-এ মানস ভুঁইয়া এগিয়ে সকাল থেকেই। শিলিগুড়িতে এগিয়ে অশোক ভট্টাচার্য। তবে পাশের কেন্দ্র ডাবগ্রাম-ফুলবাড়িতে তৃণমূলের গৌতম দেব পিছিয়ে পড়েছেন।
2016-05-19