BRAKING NEWS

বিশালগড়ে পদ ছাড়লেন সুদীপের ২১জন অনুগামী, বীরজিতের ঘুরে দাঁড়ানোর অঙ্গিকার আগরতলায়

Ratn Nathনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ ক্ষয়িষ্ণু কংগ্রেসকে চাঙ্গা করার অঙ্গিকার নিয়ে শেষ হল দলের রাজ্য কমিটির লিডারশিপ ট্রেনিং এবং রিসার্চ প্রোগ্রাম৷ এই কর্মসূচীতে রবিবার বক্তব্য রাখেন বিধায়ক রতন লাল নাথ৷ শ্রী নাথ এই মঞ্চে উপস্থিত থেকে প্রমাণ করে দিলেন তিনি কংগ্রেসেই থাকছেন৷ অন্যদিকে বিদ্রোহী সুদীপ গোষ্ঠীর সামনে একের পর এক চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে৷ গতকাল এই মঞ্চে উপস্থিত ছিলেন দিলীপ সরকার ও জীতেন সরকার৷ আজ রতন নাথ৷ সবমিলিয়ে সুদীপ অনুগামী বিধায়করা দিশেহারা অবস্থায়৷ এদিন লিডারশিপ ট্রেনিং এর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে, রতন লাল নাথ বলেন, দলেরই একটি অংশ দল বিরোধী কাজ করছে৷ তাদের থেকে সতর্ক থাকতে হবে৷ তিনি এদিন, রাজ্য বামফ্রন্ট সরকারের বিভিন্ন বিষয়ের তথ্যনির্ভর সমালোচনা করেছেন৷ তিনি অভিযোগ করেন, রাজ্যবাসীর জন্য প্রতিবছর গৃহিত বাজেটের টাকা মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম পলিটুব্যুরোর ফান্ডে পাঠিয়ে দিচ্ছেন৷ রাজ্যের কাঙ্খিত উন্নয়ন হচ্ছেনা বলেও রতন লাল নাথ অভিযোগ করেছেন৷
এদিকে যখন কংগ্রেস বর্তমান নেতৃত্বদের প্রশিক্ষণ দিয়ে চলেছেন কংগ্রেস সভাপতি৷ ঠিক তখনই বিশালগড়ে পদ ছাড়লেন ২১ জন কংগ্রেস পদাধিকারী৷ রবিবার আমতলী কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক ডেকে পদ ছাড়ার ঘোষণা দেন নেতৃত্বরা৷ পদত্যাগের কারণ পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেস জোট৷
বঙ্গে জোটের কারণে রাজ্যে কংগ্রেসের ভাঙন অব্যাহত৷ প্রতিদিনই সুদীপ অনুগামীরা পদ ছাড়ছেন৷ আগরতলা, উদয়পুর, বিলোনিয়ার পর এবার বিশালগড়ে জেলা কংগ্রেসের ২১ জন নেতৃত্ব এদিন পদ ছাড়েন৷ বিশালগড়ের পরিবর্তে আমতীল এসে সাংবাদিক সম্মেলন করে পদ ছাড়ার ঘোষণা দেন সুদীপ অনুগামীরা৷ প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণের পক্ষেই এক ইস্যুকে সামনে রেখে রবিবার হাইকমান্ড এর বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়ে পদ ছাড়ার ঘোষণা দেন এই ২১ জন পদাধিকারী৷ এদিকে যখন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের প্রশিক্ষণ দিতে ব্যস্ত পিসিসি সভাপতি অন্যদিকে তখন পদ ছাড়ার হিড়িক চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *