মাঝারি মাপের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, কম্পনের মাত্রা ৪.৪

কাঠমান্ডু, ১৫ মে (হি.স.) : এক বছর পেরিয়ে গেলেও এখনও আফটার শকেই কেঁপে উঠছে নেপাল। রবিবার মাঝারি মাপের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল । এদিন ভোর সাড়ে ৪ টে নাগাদ ভূকম্পন অনুভূত হয় নেপালের সিন্ধুপালচক জেলায়। কম্পনের তীব্রতা ছিল ৪.৪। নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার (এনএসসি) জানিয়েছে, গতবছরের ভয়াবহ ভূমিকম্পের প্রভাবেই এই কম্পন। আফটার শকেই কেঁপে উঠেছে সিন্ধুপালচক। গতবছরের বিধ্বংসী ভূমিকম্পের পর এই নিয়ে ৩০,০০০ বারেরও বেশি আফটার শকে কেঁপে উঠল নেপাল। যারমধ্যে ৪৫৩ টি বেশ শক্তিশালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *