নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে ৷৷ বজ্রপাতে দক্ষিণ জেলার বিলোনীয়ার রাজনগর এলাকায় দুই জন আহত হয়েছেন৷ আহতরা হলেন সমীর দেববর্মা ও সাহিল দেববর্মা৷ তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহতদের মধ্যে সমীর দেববর্মার অবস্থা গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ এদিকে, খয়েরপুরের ত্রিনাথ এলাকায় বজ্রপাতে এক কিশোর গুরুতরভাবে জখম হয়েছে৷ তার নাম অভিজিৎ রায়৷ তাকেও আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এবছর রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে৷ আরও বেশ কয়েকজন জখম হয়েছেন৷ ব্যাপক সংখ্যক বৈদ্যুতিন সামগ্রী ক্ষতিগ্রস্থ হয়েছে৷ এদিকে, প্রাতিবেশী রাষ্ট্র বাংলাদেশে গত পরশু বজ্রপাতে ৩৯ জনের মৃত্যু হয়েছে৷ আরও বেশ কয়েকজন জখম হয়েছেন৷ এর ফলে, মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে৷ এবছর বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়া নিয়ে গবেষকরা রীতিমতো গবেষণা শুরু করেছেন৷ এর প্রকৃত কারণ অনুসন্ধানের কাজ শুরু হয়েছে৷
2016-05-15