BRAKING NEWS

উত্তর-পশ্চিম রেলওয়ে এবার পরীক্ষামূলকভাবে সৌরশক্তিতে যাত্রীবাহী ট্রেন চালাবে

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.) : এবার সৌরশক্তিতে ছুটবে ট্রেন| আর এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পরিকল্পনাও শুরু হয়েছে| শীঘ্রই প্রথম সৌরশক্তিচালিত ট্রেন চালানো হবে পরীক্ষামূলকভাবে|
উত্তর-পশ্চিম রেলওয়ের পিআরও গোপাল শর্মা জানিয়েছেন, এমাসের শেষে এই ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হবে| এটি প্যাসেঞ্জার ট্রেন হবে| ট্রায়াল রানের পর রুট ঠিক করা হবে বলে জানা গিয়েছে| পুরো ট্রেন জুড়ে থাকবে সোলার প্যানেল| ডিজেল ইঞ্জিন থাকবে এই ট্রেনে| আর এসি বা নন এসি যে কোনও কোচের ভেতরে বিদু্যত্ জোগাবে সৌরশক্তি|
জানা গিয়েছে, সৌরশক্তিতে চালাতে ডিজেল খরচ কমবে বছরে নববই হাজার লিটার| কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণও কমবে দুশো টন| এর ফলে রেলের খরচ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *