রাঙ্খল পাড়ায় বিধবাকে ধর্ষণ, দেড় মাস পর আসামীর আত্মসমর্পণ

handcuffনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ মে৷৷ অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনা ও পুলিশের সাথে লুকোচুরি খেলে ১মাস ১৭ দিন পর নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করল এক বিধবা মহিলার ধর্ষণকান্ডের অভিযুক্ত আসামি ইশাক রাঙল৷ গতকাল অর্থাৎ বুধবার রাত ১০টা নাগাদ তেলিয়ামুড়া থানায় নিজে আত্মসমর্পণ করে৷ প্রসঙ্গত, গত মার্চ মাসের ২৪তারিখ  তেলিয়ামুড়া  থানাধীন রাঙ্গাল পাড়ার এক বিধবা মহিলা তথা গত ভিলেজ কমিটি নির্বাচনের বিজেপি প্রার্থীকে রাত ৮টা নাগাদ এলাকারই এক বখাটে যুবক ইসাখ প্রথমে মহিলার পথ আগলে ধরে এবং মহিলাকে মারধর করে ও ধর্ষণ করে নির্জন স্থানে ফেলে যায় বলে অভিযোগ৷  এদিন রাতেই মহিলার  চিৎকার শুনে এলাকার লোক ও আত্মীয় পরিজনরা প্রথমে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ সেদিন মহিলার অবস্থা খারাপ বুঝে কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করে৷ সেদিন মহিলার পরিবার থেকে ইশাকের নামে মারধরের একটি মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায়৷ পরবর্তী সময়ে জিবি হাসপাতাল থেকে ২৯ মে মার্চ বাড়িতে এসে ৩০ শে মার্চ ঐযুবকের নামে ফের ধর্ষণের মামলা দায়ের করে তেলিয়ামুড়া থানায়৷ মহিলা জানায় বাড়ির লোকদের কথা চিন্তা করেই এবং লোকলজ্জার ভয়ে প্রথমে ধর্ষণের ব্যাপারটি পুলিশকে জানায়নি৷ এরপর থেকেই চলে বিজেপি দলের আন্দোলন৷ পুলিশ সেদিন একটি ধর্ষণের মামলা নথিভুক্ত করে তেলিয়ামুড়া থানায়৷ যার নম্বর টিএলএম/পিসি/ ০০৩৬/২০১৬ /ইউ/ এস/ ৩৪১/৩২৫/ ৩৭৬ আইপিসি মূলে৷ গত মার্চ মাসের ৩০ তারিখ বিজেপি নেতৃত্ব সুবল ভৌমিক তেলিয়ামুড়া থানায় অভিযুক্তকে উপযুক্ত শাস্তির জন্য এক ডেপুটেশান দেন ওসির কাছে৷  পরবর্তী সময়ে ও পুলিশ ইশাককে ধরতে সক্ষম হচ্ছিল না  দেখে বিজেপি আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে এবং থানা ঘেরাও করে৷ ঘটনায় ছুটে আসতে হয়েছিল এসপি খোয়াই জয়ন্ত চক্রবর্তীকেও৷ জয়ন্ত চক্রবর্তীর আশ্বাসে পরবর্তী সময়ে রাস্তা অবরোধ তুলে নেয় বিজেপি দল৷ কিন্তুদেখার বিষয় হল দীর্ঘ ৪৮ দিন ধরে পুলিশ অভিযুক্তকে  ধরতে সক্ষম হচ্ছিল না৷ তবে সূত্রের খবর সে এলাকায় থাকত সব সময় এবং হাতে দা লাঠি নিয়ে ঘোরাফেরা  করত৷ তার ভয়ে কেউ রাতে একা ঘর থেকে  বের হত না৷ তবু পুলিশ কোন এক অজ্ঞাত কারণে তাকে ধরতে পারেনি৷ দীর্ঘ লুকোচুরি খেলার  পর কাল সে নিজেই তেলিয়ামুড়া থানায় আত্মসমপর্ণ করে৷ তখন তাকে  পুলিশ গ্রেপ্তার করে৷ আজ সকালে তাকে খোয়াই কোর্টে রিমান্ড চেয়ে পাঠাবে তেলিয়ামুড়ার থানার পুলিশ৷