BRAKING NEWS

সন্ত্রাসবাদ রুখতে বিশ্বব্যাপী সহযোগিতার পরিবেশ চাই ঃ ভারত

নয়াদিল্লি, ১০ মে (হি.স.): সন্ত্রাসবাদ রুখতে বিশ্বব্যাপী সহযোগিতার পরিবেশ চাই বলে মনে করে ভারত| আর সেই কথাই রাষ্ট্রসংঘে স্পষ্ট ভাষায় ব্যক্ত করলেন রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন| তাঁর বক্তব্য, ‘বিশ্বের কোনও দেশই আজ সন্ত্রাসবাদের বিপদ সম্পর্কে অজ্ঞ নয়| সবাইকেই কম বেশি এই আঁচ পোয়াতে হয়েছে| তবে এই অবস্থা রুখতে একমাত্র পথ হল প্রতিরোধ গড়ে তোলা| আর এই কাজে বিশ্বের সব দেশকে এগিয়ে আসতে হবে| সবার সহযোগিতায় সন্ত্রাসবাদের উপর জয় হাসিল করতে পারব আমরা|’
সীমান্তপারের সন্ত্রাসের জন্য ভারতকেও অনেকদিন ধরে প্রভূত ক্ষতি স্বীকার করতে হচ্ছে| এই প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদকে ঠেকাতে প্রথমে সন্ত্রাসবাদীদের টাকা যোগানের জায়গাগুলিকে চিহ্নিত করতে হবে| আর টাকার যোগান আটকাতে পারলেই সন্ত্রাসবাদ আটকানো অনেক সোজা হয়ে যাবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *