BRAKING NEWS

দেশকে হিন্দু রাষ্ট্র পরিণত করার চেষ্টা চলছে, বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে তোপ দেগেছেন মন্ত্রী রতন ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ আজ থেকে আড়ালিয়া সুকলে ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউর তিনদিনব্যাপী

শুক্রবার আগরতলায় এসএফআই এবং টিএসইউ’র উদ্যোগে রাজনৈতিক-সাংগঠনিক শিক্ষা শিবির আয়োজিত  হয়৷ ছবি নিজস্ব৷
শুক্রবার আগরতলায় এসএফআই এবং টিএসইউ’র উদ্যোগে রাজনৈতিক-সাংগঠনিক শিক্ষা শিবির আয়োজিত হয়৷ ছবি নিজস্ব৷

রাজনৈতিক ও সাংগঠনিক শিক্ষা শিবির শুরু হয়েছে৷ শিক্ষা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটিয়েছেন৷
আড়ালিয়া সুকলে বাম ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউর তিনদিনব্যাপী রাজনৈতিক ও সাংগঠনিক শিক্ষা শিবির শুরু হয়েছে৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তপশীলিজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক৷ শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি৷ শ্রী ভৌমিক বলেন, কেন্দ্রীয় সরকার যাদের দ্বারা পরিচালিত তারা স্বাধীনতার আগে থেকেই আমাদের দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করেছে৷ এখন তারা কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা পেতে সরকার চালাচ্ছে৷ সংখ্যাগরিষ্ঠতার সুযোগকে কাজে লাগিয়ে তারা দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে বলে তিনি উল্লেখ করেন৷ প্রসঙ্গক্রমে মন্ত্রী শ্রী ভৌমিক বলেন, গান্ধীজি হিন্দু রাষ্ট্র তৈরি করার পক্ষে ছিলেন না বলে গান্ধীজিকে খুন করেছে আরএসএস৷ বর্তমান কেন্দ্রীয় সরকার ও তাদের সংগঠনগুলো যৌথভাবে হিন্দু রাষ্ট্রের ধারণাকে চাপিয়ে দেবার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন৷ বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন ভৌমিক আরো বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে আগের ইউপিএ সরকারের যে নীতি বর্তমান বিজেপি সরকারও সে একই নীতি গ্রহণ করেছে৷ নীতিগত অবস্থানের দিক দিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্য তেমনন কোন তফাৎ নেই৷ আরএসএস এবং বিজেপি দল একদিকে যেমন আমাদের অর্থনীতিকে মুষ্টিমেয় পঁুজিপতিদের স্বার্থ রক্ষার কাজে লাগাচ্ছে৷ শ্রেণীগত অবস্থানে কংগ্রেস এবং বিজেপি একে অপরের পরিপূরক৷ তারা পঁুজিপতির প্রতিনিধি৷
এসএফআই এবং টিএসইউর রাজনৈতিক ও সাংগঠনিক শিক্ষা শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামু দাস, এসএফআইয়ের সভানেত্রী নীলাঞ্জনা রায়, রাজ্য সম্পাদক নবারুণ দেব প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *