BRAKING NEWS

তুরস্ক সীমান্তের কাছে শরণার্থী শিবিরে বিমান হামলা, মহিলা ও শিশুসহ মৃত ২৮

দামাস্কাস, ৬ মে (হি.স.) : সিরিয়ার তুরস্ক সীমান্তের কাছে একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় মহিলা ও শিশুসহ ২৮ জনের মৃতু্য হয়েছে| এই ঘটনায় আহত প্রায় পঞ্চাশ জন| সরকার বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে|
শুক্রবার স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ইদলিব প্রদেশের একটি শরণার্থী শিবিরে ওই হামলার ঘটনা ঘটে| সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি পিছিয়ে যাওয়ার একদিন পরেই এই হামলার ঘটনা ঘটছে| ফলে এই হামলার জন্য সরকারি সেনারা বিদ্রোহীদের দায়ী করছে| অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেছেন, আল কায়েদার সহযোগী সংগঠন আল-নুসরা ফ্রন্টের নিয়ন্ত্রণে থাকা ইদলিবের সারমাদা শহরে হামলা চালায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *