নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ মে৷৷ রহস্যজনক আগুনে পুড়ে ছাই তেলিয়ামুড়া মহকুমা নেতাজি নগরস্থিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়৷ যদিও একাংশের ধারণা শট সার্কিটের পলে এই অগ্ণিকান্ডের ঘটনা৷ ঘটনা বুধবার রাত পৌনে নয়টা নাগাদ৷
সংবাদে জানা যায়, এদিন মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় বন্ধ করে কর্মরত সকলেই তালা বন্ধ করে বাড়ি চলে যায়৷ পৌনে নয়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দেখতে পান ইউনিয়নের কার্যালয় থেকে ধূয়ো বেরোচ্ছে৷ তৎ সময়ে তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরে খবর দেওয়া হলে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ যদিও অগ্ণিনির্বাপক দপ্তরের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘরের ভিতরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র সহ আসবাবপত্র পুড়ে ছাড়খার হয়ে যায়৷ যদিও একাংশ জনগণ আগুন দেখে আতঙ্কের মধ্যে ঘর থেকে বেরিয়ে পড়ে৷ এমনকি শূন্য থেকে আশির সকলে নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঘর তেকে বেরিয়ে জাতীয় সড়কে নেমে আসে৷ সে সময় সকলের মধ্যে এক প্রকার যুদ্ধকালীন তৎপরতার পরিস্থিতি লক্ষ্য করা যায়৷ এদিকে, স্থানীয় লোক জানান, সে সময় কার্যালয়ে কেউ ছিলেন না৷ প্রতিদিনের মতো এদিনও তালা বন্ধ করে বাড়িতে চলে যান দায়িত্বরত কর্মীরা৷ যদিও একাংশের ধারণা বৈদ্যুতিক শটসার্কেটের ফলে এ অগ্ণিকান্ডের ঘটনা৷ তারপরেও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি৷ পুলিশের তদন্তের পরে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে৷
2016-05-05