BRAKING NEWS

নাবালিকা সন্দেহে বিয়ে ভেস্তে দিতে গিয়ে ল্যাজেগোবরে পুলিশ

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩০ এপ্রিল৷৷ লেফুঙ্গা থানাধীন ভাটি ফটিকছড়া এলাকায় বিয়ে বন্ধ করতে গিয়ে ক্ষুব্ধ জনতার তাড়া খেয়ে পালাতে হয়েছে পুলিশকে৷ সংবাদ সূত্রে জানা যায়, ভাটি ফটিকছড়ার চিত্তরঞ্জন দেবনাথের মেয়ের বিয়ের তারিখ ধার্য ছিল গতকাল৷ সে অনুযায়ী বর ও বরযাত্রীরা পাত্রীর বাড়িতে আসেন৷ সামাজিক রীতিনীতি মেনে বিয়ের আয়োজন হয়৷ এরই মধ্যে পুলিশের কাছে খবর যায় চিত্তরঞ্জন দেবনাথের নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে৷ সে খবর পেয়ে চটজলদি লেফুঙ্গা থানার পুলিশ বিয়ে বাড়িতে হানা দেয়৷ নাবালিকা অজুহাতে বিয়ে বন্ধ করার নির্দেশ দেয় পুলিশ৷ কিন্তু পাত্রী পক্ষ পুলিশের এই নির্দেশ মানতে অস্বীকার করেন৷ তারা জানান, পাত্রীর বয়স ১৮ বছর পেরিয়ে ১৯ হয়ে গেছে৷ কিন্তু পুলিশ প্রথমদিকে তাদের কোন কথাই শুনতে রাজি হয়নি৷ সামাজিক বিয়ে বন্ধ করে দিতে তোড়জোড় শুরু করে পুলিশ৷ তখনই জনগণের তাড়া খেয়ে অবশেষে পালানোর চেষ্টা করে পুলিশ৷ অবশ্য অবস্থা বেগতিক দেখে পাত্রীর বয়েসের প্রমাণপত্র যাচাই করে পুলিশ৷ তাতে দেখা যায় অভিভাবকের বক্তব্যই সঠিক৷ শেষপর্যন্ত পিছু হটে পুলিশ৷ বেশ বিলম্বে বিয়ের অনুষ্ঠান শুরু হয়৷ ঘটনার খবর পেয়ে লেফুঙ্গা থানার ওসি সেখানে ছুটে যান৷ করিতকর্মা সাব ইন্সপেক্টরকে সেখান থেকে ছাড়িয়ে আনতে গিয়ে লেফুঙ্গা থানার ওসি অনুপম দাসকেও হেনস্থার শিকার হতে হয়েছে৷ শেষ পর্যন্ত রীতিমত ক্ষমা চেয়েই সেখান থেকে পালাতে হয়েছে পুলিশকে৷ উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন স্থানে এখনো নাবালিকা বিয়ের প্রবণতা অব্যাহত রয়েছে৷ নাবালিকা বিয়ে বন্ধ করার জন্য পুলিশ সর্বত্রই তৎপরতা শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *