BRAKING NEWS

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির অনাদায়ী ঋণের পরিমাণ নিয়ে উদ্বেগ প্রকাশ সংসদীয় কমিটিরও

map of delhiনয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.) : দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির অনাদায়ী ঋণের হিসাব পরীক্ষা করবে সংসদীয় কমিটি| কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক পর দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির অনাদায়ী ঋণের পরিমাণ নিয়ে উদ্বেগ প্রকাশ কের সংসদীয় কমিটিও | ২০১৫ সালের ডিসেম্বর পর‌্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে , সেই তথ্য অনুযায়ী ভারতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির অনাদায়ী ঋণের পরিমাণ ৩ .৬১ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে | যা নিয়ে উদ্বেগে রয়েছে সংসদীয় কমিটিও| রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির অনাদায়ী ঋণের হিসাব পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ওই সংসদীয় কমিটি |
শুক্রবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে ভি টমাস জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির চেয়ারপার্সনদের এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে | এছাড়া সিএজি -র রিপোর্ট ছাড়াও পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিজের থেকেই কিছু বিষয় খতিয়ে দেখছে | কেন্দ্রীয় সরকার অনাদায়ী ঋণ পরীক্ষা করে দেখার জন্য একটি উচ্চ পর‌্যায়ের কমিটি গঠন করেছে | গত ডিসেম্বরের শেষ পর‌্যন্ত ১০০ কোটি টাকার বেশি অনাদায়ী ঋণ রয়েছে এমন ৭০১টি অ্যাকাউন্টের মোট অনাদায়ী ঋণের পরিমাণ ১.৬৩ লক্ষ কোটি টাকায় দাড়িয়েছে | এর মধ্যে অবশ্য ভারতীয় স্টেট ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ সব থেকে বেশি |-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *