মুম্বই, ২৪ এপ্রিল (হি.স.) : ফের হামলা হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমারের উপর। রবিবার বিমানে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আজ মুম্বই থেকে পুনে যাওয়ার পথে আক্রান্ত হন তিনি।এই ঘটনায় মানসজ্যোতি ডেকা নামে একজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, এক জনসভায় বক্তৃতা দিতে জেট এয়ারওয়েজের উড়ানে আজ পুনে যাচ্ছিলেন কানহাইয়া। সেখানেই এক সহযাত্রী নাকি তাঁর গলা টেপার চেষ্টা করেন। বিষয়টি টুইট করে কানহাইয়া অভিযোগ করেন, সংশ্লিষ্ট বিমান সংস্থা অভিযুক্তের বিরুদ্ধে আলাদা করে কোনও ব্যবস্থা নেওয়ার বদলে নিরাপত্তার অজুহাতে তাঁদের দু’জনকেই নাকি বিমান থেকে নামিয়ে দেয়।
তবে সিআইএসএফ জানিয়েছে, অভিযুক্তের নাম মানসজ্যোতি ডেকা, তাঁকে আটক করা হয়েছে। কানহাইয়া পরে টুইটারে আরও অভিযোগ করেন, মানসজ্যোতি টিসিএসে চাকরি করেন, তিনি কট্টর বিজেপি সমর্থক
2016-04-24