নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তা জানাতে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনকে নোটিশ পাঠিয়েছেন উত্তর-পূর্বাঞ্চলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ভি নারায়ণস্বামী৷ তাতে স্বামী দলত্যাগ এবং দল বিরোধী মন্তব্য করার অভিযোগ তুলেছেন৷ এমনকি, দলের কোন সিদ্ধান্ত নিয়ে ভিন্ন মত থাকলে তা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে সরাসরি আলোচনা করে আপত্তি কেন জানানো হয়নি এনিয়েও শ্রীবর্মণের প্রতি উষ্মা প্রকাশ করেছেন তিনি৷
শুক্রবারই সুদীপ বর্মণকে শোকজ নোটিশ পাঠিয়েছেন কংগ্রেস হাইকমান্ডপর্যবেক্ষ৷ এসংক্রান্ত খবর জাগরণ-এ আজ প্রকাশিত হয়েছে৷ শনিবার এআইসিসি’র তরফে শোকজ নোটিশের প্রতিলিপি সংবাদ মাধ্যমের অফিসেও পাঠানো হয়৷ তাতে দেখা গেছে, এআইসিসি’র পূর্বোত্তরের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ভি নারায়ণস্বামী স্থানীয় একটি সংবাদ মাধ্যমে অমরপুর উপ-নির্বাচনের ফলাফলে কংগ্রেসের ভরাডুবিতে শ্রীবর্মণ পশ্চিমবঙ্গে সিপিএম-কংগ্রেসের সমঝোতাকে দায়ী করে হাইকমান্ডের সমালোচনাকে ভাল চোখে নেননি৷ শোকজ নোটিশে শ্রীনারায়ণস্বামী সুদীপ রায় বর্মণকে কটাক্ষ করে বলেছেন, শীঘ্রই আপনি দলত্যাগ করবেন এবং সে সংক্রান্ত সিদ্ধান্ত জানাবেন বলে মন্তব্য করেছেন৷ পাশাপাশি, কংগ্রেস নেতৃত্বদের বিষয়ে নানা সমালোচনায় মুখর হয়েছেন৷ পশ্চিমবঙ্গে সিপিএম’র সাথে কংগ্রেসের সমঝোতা নিয়ে কোন দ্বিমত থাকলে তা সরাসরি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে আলোচনা করে আপত্তি জানাতে পারতেন৷ তা না করে, সংবাদ মাধ্যমের স্মরণাপন্ন কংগ্রেস হাইকমান্ডের সমালোচনায় মুখর হয়েছেন৷
এনিয়ে, শ্রীনারায়ণস্বামী সুদীপ রায় বর্মণকে ভৎর্সনার সুরে বলেন, আপনি উদ্দেশ্যমূলকভাবে কংগ্রেস দলের সম্মানে আঘাত এনেছেন এবং কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে আচরণ করেছেন৷ তাতে দলের নিয়মনীতি লঙ্ঘন করা হয়েছে বলে শ্রীবর্মণকে কড়া ভাষায় জানিয়েছেন কংগ্রেস পর্যবেক্ষক৷ ফলে তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানাতে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে সুদীপ বর্মণকে শোকজ নোটিশ পাঠিয়েছেন শ্রী নারায়ণস্বামী৷
বৃহস্পতিবার কংগ্রেস পরিষদীয় দলনেতার পদ থেকে সুদীপ রায় বর্মনের পদত্যাগ থেকে শুরু করে গতকাল কংগ্রেস কার্যকরী সভাপতি পদে আশীষ কুমার সাহা এবং যুব কংগ্রেস সভাপতি পদে সুশান্ত চৌধুরীর পদত্যাগের পর সুদীপ বর্মনকে কংগ্রেস হাইকমান্ডের কড়া ভাষায় শোকজ নোটিশকে ঘিরে রাজ্যে রাজনীতির পারদ ক্রমশ উর্দ্ধমুখী৷ প্রদেশ কংগ্রেসের বিদ্রোহ জাতীয় স্তরে দলকে প্রচন্ড বেকায়দায় ফেলেছে, তা সুদীপ বর্মনকে পাঠানো নারায়ণস্বামীর শোকজ নোটিশেই স্পষ্ট হয়ে উঠেছে৷ তবে, এই নোটিশেও স্পষ্ট করা হয়নি সিপিএমের সাথে কংগ্রেসের সমঝোতার প্রসঙ্গটি৷ তাতে আগামীদিনে রাজ্যের কংগ্রেসের সমস্যা আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহল৷
2016-04-10