BRAKING NEWS

ধর্মীয় আবেগে সুরসুরি দিয়ে আজমল-ওয়াজেদের ভোটপ্রচার

গুয়াহাটি, ০৯ এপ্রিল, (হি.স.) : ব্রহ্মপুত্রের পাড়ে কতিপয় চর অঞ্চলে বসবাসকারী অত্যন্ত পশ্চাদপদ তথা বহির্জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত মানুষজনদের নিয়ে ক্ষমতার রাজনীতিতে লিপ্ত হয়েছেন রাজ্যের দুই পুঁজিপতি| রাজনৈতিক প্রভাব খাটিয়ে এদের একজন দেশে-বিদেশে নিজের বাণিজ্যিক সাম্রাজ্যের প্রসার ঘটিয়েছে| আরেকজন সম্পত্তি জোগাড়ে নিমগ্ন| তাঁদের লক্ষ্য, ওইসব পশ্চাদপদ মানুষের উন্নয়ন নয়, নিজের নিজের প্রতিপত্তি বাড়ানো| এঁদের একজন এআইইউডিএফ-প্রধান সাংসদ বদরুদ্দিন আজমল এবং প্রাক্তন মন্ত্রী কংগ্রেস নেতা ওয়াজেদ আলি চৌধুরী| দুজনই নিজের দলের টিকিটে বিধানসভা নির্বাচনে দক্ষিণ শালমারা কেন্দ্রের প্রার্থী| দক্ষিণ শালমারা কেন্দ্র এই পশ্চাদপদ এলাকার মধ্যে অন্যতম| এই কেন্দ্র থেকেই বার বার গরিব মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন এঁরা| এবার রাজনৈতিক ক্ষমতা লাভের আশায় সুদূর হোজাই ছেড়ে দক্ষিণ শালমারায় গিয়ে ধর্মীয় আবেগে সুরসুরি দিয়ে, ধর্মীয় আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করে নানাভাবে সংখ্যালঘু মানুষের মধ্যে অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে নেমে পড়েছেন বদরুদ্দিন আজমল| অন্যদিকে ধুবড়ি শহরের বাসিন্দা রাজ্যের ওয়াজেক আলি চৌধুরী এই কেন্দ্র থেকে টানা তিনবার বিধায়ক হয়ে তরুণ গগৈ সরকারের মন্ত্রী হয়েছেন| মন্ত্রী হয়েও এলাকার উন্নয়নে ছিঁটেফুটো কাজও করেননি তিনি| এবার এঁরা দুজনেই নির্বাচনী বৈতরণী পার হতে বিজেপি জুঁজু দেখিয়ে এলাকার সংখ্যালঘুদের মধ্যে আপত্তিকর অপপ্রচার চালিয়েছেন বলে খবর পাওয়া গেছে| রাজ্যে পরবর্তী সরকার বিজেপি-র হাতে গেলে অসমে গুজরাটের মতো সংখ্যালঘু নিধনযজ্ঞ শুরু হবে, ধরে ধরে বাংলাদেশে পাঠানো হবে ইত্যাদি বিভিন্ন উসকানিমূলক ইসু্যকে হাতিয়ার করে তাঁরা ভোট প্রচারে শামিল হয়েছেন বলে জানা গেছে| কংগ্রেস-বিজেপি আমলে কখনও সংখ্যালঘুরা নিরাপদ নন বলে একদিকে এআইইউডিএফ-প্রধান বদরুদ্দিনের প্রচার, অন্যদিকে এআইইউডিএফকে বিজেপির দালাল বলে মানুষকে বোঝাচ্ছেন কংগ্রেস প্রার্থী ওয়াজেদ আলি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *