BRAKING NEWS

জাতীয় পতাকা নিয়ে এনআইটি যাত্রা করল ১৫০ জন পড়ুয়ারা

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.) : শ্রীনগরে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজিতে বিক্ষোভের মধ্যেই জাতীয় পতাকা নিয়ে শনিবার দিল্লি থেকে রওনা দিল ১৫০ জন পড়ুয়া| বারোটি রাজ্যের মোট ১৫০ জন পড়ুয়ারা এতে অংশ নিয়েছেন|
গত কয়েকদিন ধরেই ছাত্র বিক্ষোভে উত্তপ্ত এনআইটি| শুক্রবার আবাসিক পড়ুয়াদের সঙ্গে বৈঠক করেন জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী নির্মল সিং| কিন্তু প্রায় ছয় ঘণ্টার বৈঠকেও কোনও সমাধান সূত্র বেরোয়নি| নিরাপত্তা বাড়ানো হয়েছে এনআইটি চত্বরে|
এই অবস্থায় এদিন ১২টি রাজ্যের ১৫০ জন পড়ুয়া শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলেন| বাস এবং বাইকে করে দিল্লি থেকে রওনা দিয়েছেন তাঁরা| তাঁদের হাতে জাতীয় পতাকা| রওনা দেওয়ার সময় তাঁরা ভারত মাতা কি জয় বলে স্লোগানও দিতে থাকেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *