BRAKING NEWS

এবার কোলাপুরের বিখ্যাত মহালক্ষ্মী মন্দিরে প্রবেশাধিকার নিয়ে আন্দোলনের হুমকি তৃপ্তি দেশাইয়ের

মুম্বই, ৯ এপ্রিল (হি.স.) : প্রায় চারশো বছরের পুরনো প্রথা ভেঙেছে মহিলারা| শনি শিংগনাপুর মন্দিরে পুজো দিয়েছেন মহিলারা| এবার লক্ষ্য কোলাপুরের বিখ্যাত মহালক্ষ্মী মন্দিরে প্রবেশাধিকার| আগামী ১৩ এপ্রিল সেখানে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে জানিয়ে দিলেন ভু মাতা আন্দোলনের নেত্রী তৃপ্তি দেশাই| শনি শিংগনাপুর মন্দিরে মহিলাদের প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে তাঁর এই ঘোষণা আলোড়ন তৈরি করল| শুধু মহালক্ষ্মী মন্দির নয় দেশের আর যেসব মন্দিরে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে সেখানেও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তৃপ্তি|
মহারাষ্ট্রের কোলাপুরের মহালক্ষ্মী মন্দির দাক্ষিণাত্যের অন্যতম| চালুক্য রাজবংশের আমলে তৈরি বলে ঐতিহাসিকদের ধারণা মন্দিরের স্থাপত্য ৭ম শতাব্দীর নিদর্শন রয়েছে| মূল্যবান পাথরের তৈরি মূল বিগ্রহটি অন্তত ৫ থেকে ৬ হাজার বছরের পুরনো বলে মনে করা হয়| এহেন মন্দিরেও মহিলাদের প্রবেশ করতে দেওয়া হয় না| যেকোনও উপায়ে কোলাপুরের মহালক্ষী মন্দিরে মহিলাদের নিয়ে প্রবেশ করা হবে বলে জানিয়েছেন ভু মাতা আন্দোলনের নেত্রী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *