BRAKING NEWS

অসমে সারদা-কাণ্ডের তদন্ত হবে, অনুপ্রবেশ রোধ করবে বিজেপি সরকার, দাবি অমিতের

Amit Shahগুয়াহাটি, ০৯ এপ্রিল, (হি.স.) : বিজেপি-র নেতৃত্বেই পরবর্তী সরকার হচ্ছে অসমে| এই দাবি করে আত্মপ্রত্যয়ী দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, রাজ্যে বেনোজলের মতো অনুপ্রবেশের ঢল রোখতে সর্বশক্তি প্রয়োগ করবে বিজেপি সরকার| অবৈধ বাংলাদেশী প্রতিরোধে তরুণ গগৈ সরকার বিগত ১৫ বছরে কিছুই করেই-নি বরং তাদের রক্ষণাবেক্ষণ দিয়ে নিজেদের ভোটব্যাংকে পরিণত করা হয়েছে| সর্বানন্দ সনোয়ালের নেতৃত্বে পরবর্তী রাজ্য সরকার নাগরিক পঞ্জি নবায়নের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করবে| আজ সরব ভোট প্রচার শেষ হওয়ার আগে স্থানীয় একটি অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করছিলেন অমিত| বলেন, সর্বানন্দের বিজেপি-মিত্রজোট সরকার তরুণ গগৈয়ের আমলে সংঘটিত যাবতীয় দুর্নীতির তদন্ত করবে| ক্ষেত্রবিশেষে সিবিআই তদন্ত করতেও পিছ পা হবে না নতুন সরকার| সারদা কেলেংকারির মতো ঘটনারও সিবিআই তদন্ত হবে| সারদা কেলেংকারির সঙ্গে বিজেপি-র রাজ্য প্রচার সমিতির আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মার নাম জড়িয়ে আছে, এক্ষেত্রে তাঁরও তদন্ত হবে কিনা জানতে চাইলে তাঁর সোজাসাপটা জবাব, তদন্ত মানে তদন্ত| তদন্তে যাকে অভিযুক্ত বলে মনে করা হবে তার শাস্তি হবে| রাজ্যে প্রথম দফায় বিজেপি-র অনুকূলে ভোট পড়েছে, দ্বিতীয় তথা শেষ ভোটও বিজেপি-র পক্ষে যাবে বলে দাবি করে তাঁর মন্তব্য, রাজ্যের মানুষ সেই সিদ্ধান্তে পৌছে গেছেন| তাঁদের একটাই লক্ষ্য বদরুদ্দিনকে কিংমেকার হতে দেওয়া হবে না| বদরুদ্দিনকে রোখতে হবেই| নইলে অসমে যে অবৈধ বাংলদেশীদের স্রোত বইবে তা বিলক্ষণ বোঝে গেছেন অসমের মানুষ| পরেই চলে যান রাজ্যের উন্নয়নে তরুণ গগৈয়ের ব্যর্থতার প্রসঙ্গে| বলেন, গুজরাট, রাজস্থান, মদধ্যপ্রদেশ ইত্যাদি বিজেপি-শাসিত রাজ্যগুলি গিয়ে একবার দেখে আসুন, আর অসমে দীর্ঘ পনেরো বছরে তরুণ গগৈয়ের কংগ্রেস সরকারের উন্নয়নের ছবু দেখুন| কংগ্রেস কাজ করতে চায় না, কেবল ভ্রষ্টাচার করে নিজেদের ব্যাংক ব্যালান্স বাড়াতে চায়| তাঁর দুর্নীতি আর অপশাসনে অসমের মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছেন| প্রথম দফার ভোটের পর তাঁকে কেমন বিবর্ণ দেখাচ্ছে| আসলে তিনি বোঝে গেছেন তাঁর রাজত্ব শেষ| তাঁকে বিশ্রাম নিতে হবে| এবং এ কাজটাই করছে বিজেপি| দুদিন আগে অসমে নির্বাচনী প্রচারে এসে সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজের হিসাব চেয়েছিলেন| তাঁর জবাব দিতে গিয়ে অমিত বলেন, আগে অসমে পনেরো বছরের শাসনকালের হিসাব দিন| কী করেছেন আর কী না| কেন্দ্রীয় অনুদানপ্রাপ্ত কয়টি প্রকল্পের কাজ বাস্তবায়িত করেছেন তরুণবাবু, কেন্দ্র প্রদত্ত টাকায় অসমে গরিবদের জন্য কয়টি পাকা ঘর তৈরি করে দিয়েছেন, অসমে ৩৫ শতাংশ মানুষের ঘরে বিদু্য নেই, রাস্তাঘাট নেই এগুলোর হিসাব কে দেবে বলে পালটা প্রশ্ন ছুঁড়েছেন তিনি| বলেন, গোটা দেশে ৬০ এবং অসমে একাধারে ১৫ বছরের হিসাব দিতে পারছে না কংগ্রেস| কিন্তু পাঁচবছর পর নরেন্দ্র মোদি ঠিক তাঁর কাজের হিসাব দেবেন| মোদির হিসাব দেওয়ার সময় এখনও হয়নি| সাংবাদিক সম্মেলন শেষে তিনি জালুকবাড়ি আসনের শুয়ালকুচিতে ড. হিমন্তবিশ্ব শর্মার সমর্থনে এক সমাবেশে ভাষণ দিতে চলে যান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *