নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩ এপ্রিল৷৷ আশারামবাড়ি সিপিএম পার্টি অফিসে ঢুকিয়ে প্রচন্ড ভাবে মারধর করা হল এক নিরীহ ব্যবসায়ীকে৷ অভিযোগ আশারামবাড়ির এক বাজার ব্যবসায়ী সুগ্রিব শীলকে স্থানীয় পঞ্চায়েতের মেম্বার এর ভাগ্ণে তাপস দাস পার্টি অফিসে ডেকে নিয়ে যায় প্রাক্তন এম ডি সি অর্জুন তেলেঙ্গা ডেকেছে বলে৷ পার্টি অফিসে ঐ ব্যবসায়ীকে ঢুকিয়ে দরজা বন্ধ করে এলোপাথারি কিল ঘুষি ও লাথি চালানো হয় তাকে৷ এই মারধরের নেতৃত্ব দেন সিপিএম নেতা অর্জুন তেলেঙ্গা৷ অভিযোগ, গতকাল স্থানীয় পঞ্চায়েতের পুকুরে মাছ ধরা হয়৷ ব্যবসায়ী সুগ্রীব শীল দুটি মাছ কিনেন একশত ষাট টাকা কেজি দরে৷ পঞ্চায়েত কর্তৃপক্ষ মাছ দুটির মূল্য নির্ধারণ করে দুইশত ষোট টাকা৷ কিন্তু বাজার ব্যবসায়ী বলছেন পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী এক কেজির নীচে মাছের মূল্য কেজি প্রতি একশত ষাট টাকা৷ এই মূল্য নিয়ে গতকালই পঞ্চায়েতের সদস্য বিজয় ব্রতদেবের সঙ্গে বাজার ব্যবসায়ীর বচসা হয়৷ আজ সন্ধ্যের পর সুগ্রীব শীলকে পার্টি অফিসে ডেকে নিয়ে পঞ্চায়েতের নতুন চেয়ারম্যান শম্ভু দেববর্মা, মেম্বার বিজয় ব্রতদেব তাপস দাস এবং নেতা অর্জুন দেববর্মা প্রচন্ডভাবে মারধর করে৷ শেষে প্রাণ বাঁচতে সুগ্রীব বহুকষ্টে পার্টি অফিস থেকে পালিয়ে আসেন আশারামবাড়ি বাজারে৷ নেতাদের ভয়ে স্থানীয় মানুষ সুগ্রীবকে রক্ষা করতে এগিয়ে না আসলে গুরুতর আহত অবস্থায় সুগ্রীব পালিয়ে আসে খোয়াইতে৷ রাতেই তাকে হাসপাতালে নিয়ে যায় তার বন্ধুরা৷ এই ঘটনায় আশারামবাড়িতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সাধারণ মানুষের মধ্যে৷
2016-04-04