পানীয় জলের দাবীতে পঞ্চায়েত অফিসে তালা

school lockedনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ পানীয় জলের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা এবং পথ অবরোধ করলেন জনগণ৷ জানা গেছে, বক্সনগর ব্লকের অধীন আশারামবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পানীয় জলের মারাত্মক সমস্যা দেখা দিয়েছে৷ ওয়ার্ডের বাসিন্দা সমস্যা সমাধানে বহুবার পঞ্চায়েত সদস্যদের অনুরোধ জানিয়েছেন৷ কিন্তু তাতে কোন সুরাহা না হওয়ায় বুধবার ঐ ওয়ার্ডের বাসিন্দারা আশারামবাড়ি পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন৷ পাশাপাশি বক্সনগর-আশারামবাড়ি সড়ক অবরোধ করেন৷ দীর্ঘ সময় পঞ্চায়েত অফিস তালা বন্ধ এবং সড়ক অবরোধের কারণে প্রশাসনের কর্তারা হস্তক্ষেপ নেন৷ অবরোধকারীদের অবরোধ প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়৷ কিন্তু তাতে কেউই সম্মত হয়নি৷ অবশেষে আশারামবাড়ি পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান বিজয় ভূষণ সরকার তাদের পানীয় জলের সমস্ত সমস্যা শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলে পঞ্চায়েত অফিসের তালা খুলে দেওয়া হয় এবং অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷ তবে, প্রতিশ্রুতি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, রাজ্যে শুখা মরশুম শুরু হতেই বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পানীয় জলের সংকট৷ রাজ্যের গ্রাম পাহাড়ে প্রতি বছর প্রতি বছর পানীয় জলের সংকট দেখা দিলে নদী, ছড়া ইত্যাদির জল ব্যবহার করে গণহারে পেটের অসুখে আক্রান্ত হন গিরীবাসীরা৷ যদিও রাজ্য সরকার সব পাড়ায় পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *